Latest Viral Video: ভারতীয় রেল যে দেশের কোন-কোন পথে ট্রেন চালায়, ঘরে বসে আপনি তার আন্দাজ করতে পারবেন না। আর সেই পথ যদি আপনি ট্রেনে চড়ে গুনতে বেরোন, তাহলে হয়তো জন্ম-জন্মান্তরেও তা গুনে শেষ করতে পারবেন না। নদীর উপর ব্রিজে ট্রেন চলতে দেখেছি আমরা, দেখেছি পাহাড়ি রাস্তাতেও ট্রেন চলতে। কিন্তু এক্কেবারে পাহাড়ের ঢাল বেয়ে ট্রেন যাচ্ছে, এমনটা কি কখনও দেখেছেন? ভারতীয় রেলের (Indian Railway) কাছে অসম্ভব কিছুই নয়। সম্প্রতি টুইটারে তেমনই কিছু দেখা গিয়েছে। মহারাষ্ট্রের ইগতপুরি (Igatpuri) থেকে কাসারা (Kasara) যাওয়ার পথে এমনই এক ঘাত অতিক্রম করতে হয় ভারতীয় রেলকে। যাঁরা সেই পথ বেয়ে যাতায়াত করেন বা ভ্রমণে গিয়েছেন, তাঁরা বিষয়টা জানেন। কিন্তু এমন পথ দিয়ে যে ট্রেনও যেতে পারে, তা-ও আবার ভারতে, অনেকেরই ধারণার বাইরে ছিল।
youcancallmeanj নামের এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী এই ভিডিয়োটি শেয়ার করেছেন। ভিডিয়োর ক্যাপশনে তিনি লিখেছেন, “কখনও এমন কিছু দেখেছেন? রেলওয়ের এমন রোলারকোস্টার রাইডের অভিজ্ঞতা হয়েছে?” তারপরই তিনি যোগ করলেন, “আকর্ষণীয় তাই না? আমি গতকাল মুম্বই থেকে ফিরছিলাম। তখনই ইগতপুরি এবং কাসারার মধ্যবর্তী সুন্দর ঘাতটি উপভোগ করার জন্য দরজার কাছে এসেছিলাম। সেই মুহুর্তে যখন আমি এই আশ্চর্যজনক দৃশ্য দেখেছিলাম, অভিভূত হয়ে গিয়েছিলাম।”
কিন্তু সত্যিই কি এমন চড়াই ঘাতের উপর দিয়ে ট্রেন যেতে পারে? তা-ও কি সম্ভব? ওই ইনস্টা ব্যবহারকারীই তাঁর পোস্টে উল্লেখ করলেন, “আপনি হয়তো প্রথমে দেখা মাত্রই ভাববেন যে, ট্রেনটা এরকম বিশাল খাড়া পাহাড়ে উঠবে কীভাবে? কিন্তু তারপরই একটা রোলারকোস্টার রাইডে আপনাকে নিয়ে যাওয়ার কথা যখনই ভাববেন, তখনই ট্রেনটা তার ট্র্যাক পরিবর্তন করবে।”
তিনি আরও যোগ করে বলছেন, “এর জন্য @trains.of.india এবং @train_tripper27 দ্বারা অনুপ্রাণিত। কিন্তু আমি দৃশ্যটা দেখতেই এতটা মশগুল ছিলাম যে, ভুলেই গিয়েছিলাম ক্যামেরায় রেকর্ড করছি। সেই কারণে ক্যামেরা কিছুটা নড়বড়েও হয়েছে। আমি কিছুটা ভাগ্যবান যে, আমার ক্যামেরার পিক্সেল অনেকটাই ক্যাপচার করেছে। আমি ভিডিয়োটিতে এক্কেবারেই মনোযোগ দিচ্ছিলাম না।”
সে ট্রেন তার ট্র্যাক পরিবর্তন করুক না কেন! একথা তো অস্বীকার করার উপায় নেই, ভারতীয় রেল মানেই বিস্ময়! ওই টুইটার ব্যবহারকারী লিখছেন, “আমি কিন্তু অনেক ভ্রমণ করেছি। তাতে একটা বিষয় বুঝেছি যে, ভারতীয় রেল হল আবেগ। লোকে আমাকে জিজ্ঞেস করেন, কেন আমি ফ্লাইটের পরিবর্তে এত ট্রেনে চড়ি? এই ভিডিয়োটা দেখলে বোধহয় তাঁরা সঠিক উত্তরটা পেয়ে যাবেন।”