Viral Video: মানুষের মতো পরিষ্কার করে খাবার খাচ্ছে হস্তিশাবক, ভাইরাল কিউট ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Nov 01, 2023 | 4:05 PM

Latest Viral Video: এই ভিডিয়োটি IFS অফিসার সুশান্ত নন্দা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ শেয়ার করেছেন। ভিডিয়োটি এখনও পর্যন্ত 45 হাজারের বেশি মানুষ দেখেছেন এবং কমেন্ট করেছেন। প্রচুর মানুষ ভিডিয়োটি শেয়ারও করেছেন।

Viral Video: মানুষের মতো পরিষ্কার করে খাবার খাচ্ছে হস্তিশাবক, ভাইরাল কিউট ভিডিয়ো

Follow Us

Viral Video Today: জঙ্গলের প্রাণীদের বিভিন্ন ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। প্রায়শই অনেক ভিডিয়ো IFS অফিসার সুশান্ত নন্দা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ তার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন। সেই সব ভিডিয়োয় কোনও না কোনও নতুন জিনিস উঠে আসে। তবে এবার এমন একটি মিষ্টি ভিডিয়ো শেয়ার করেছেন, যা দেখে আপনার মুখে হাসি আসতে বাধ্য। আপনি ঠিক যেমন বাজার থেকে শাক সবজি কিনে এনে, তা ভাল করে না ধুয়ে রান্না করেন না, ঠিক তেমনই জঙ্গলের প্রাণীরাও তাদের স্বাস্থ্যের দিকে এভাবেই খেয়াল রাখে। শুনেই চমকে উঠলেন তো? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োয় ঠিক তেমনই কিছু দেখা যাচ্ছে।

এমনতেই হাতিকে খুব শান্ত এবং বুদ্ধিমান প্রাণী বলে মনে করা হয়। সম্প্রতি এই প্রাণীটির যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তাতে বুদ্ধিমত্তা দেখলে আপনি চমকে উঠতে বাধ্য। ভাইরাল হওয়া ভিডিয়োটিতে কী দেখা যাচ্ছে? ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি হাতি এবং তার বাচ্চা উভয়ই জঙ্গলে ঘাস পাতা খাচ্ছে। তবে ছোট্ট হাতিটি আপনার নজর কাড়বে। সে প্রথমে কিছুটা ঘাস তার শুঁড়ে করে তুলল, তারপরে তা ভাল করে ঝেড়ে নিতে লাগল, যাতে কোনও রকম পোকামাকড় সে ভুল করেও খেয়ে না ফেলে। একবার নয়, সে বেশ কয়েকবার এমন করেই ঘাল পাতা ঝেড়ে খেতে লাগল। তার এমন বুদ্ধি দেখে হতবাক অধিকাংশ নেটিজেন।


এই ভিডিয়োটি IFS অফিসার সুশান্ত নন্দা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ শেয়ার করেছেন। ভিডিয়োটি এখনও পর্যন্ত 45 হাজারের বেশি মানুষ দেখেছেন এবং কমেন্ট করেছেন। প্রচুর মানুষ ভিডিয়োটি শেয়ারও করেছেন।

Next Article