Viral Video: ভয় নেই ডাক্তার কিংবা ইঞ্জেকশনেও, এই শিশুর কিউটনেস দেখে অবাক নেটিজেনরা

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Feb 18, 2023 | 7:45 AM

Adorable Child Video: এমন একটি ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে একটি শিশুকে দেখা যাচ্ছে। ডাক্তারবাবুর দিকে সে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ডাক্তারও তার শরীরের পরীক্ষা করছে। কিন্তু সে একটুও ভয় পাচ্ছে না। অবাক চোখে তাকিয়ে আছে ডাক্তারের দিকে।

Viral Video: ভয় নেই ডাক্তার কিংবা ইঞ্জেকশনেও, এই শিশুর কিউটনেস দেখে অবাক নেটিজেনরা

Follow Us

Latest Viral Video: আপনার ছোট্ট শিশুটিকে নিয়ে যখন ডাক্তারের কাছে যান, তখন নিশ্চয়ই সে বিরক্তবোধ করে কিংবা কেঁদে ওঠে। তবে সব শিশুর ক্ষেত্রেই যে এমনটা হবে, তা কিন্তু নয়। এমনই একটি ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে একটি শিশুকে দেখা যাচ্ছে। ডাক্তারবাবুর দিকে সে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ডাক্তারও তার শরীরের পরীক্ষা করছে। কিন্তু সে একটুও ভয় পাচ্ছে না। অবাক চোখে তাকিয়ে আছে ডাক্তারের দিকে। যেন অনেক দিনের পরিচিত। তার কিউটনেস আপনার নজর কাড়তে বাধ্য়। অবার ব্য়পার হল শিশুটির চোখে কান্নার লেশ মাত্র নেই।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি শিশুকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। যেখানে একটি মহিলা ডাক্তার তার চেকআপ করছে। সে একটুও ভয় না পেয়ে ডাক্তারের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। বাচ্চাটির এমন ব্য়বহারে ডাক্তারেরও হাসি থামছে না। সে যেভাবে লেডি ডাক্তারকে দেখছে তা সত্যিই হৃদয় ছোঁয়া! ভিডিয়োটি দেখে আপনার মুখেও হাসি ফুটতে বাধ্য়।

এই ভিডিয়োটি @Gabriele_Corno মানের এক টুইটার ব্যবহারকারী টুইটারে পোস্ট করেছেন। শেয়ার করার পর থেকেই ঝরের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, “ডাক্তারের পরীক্ষার সময় প্রেমে পড়ে গেল এই শিশু!” শেয়ার করার পর থেকে, ক্লিপটিতে 2,68,000 এর বেশি ভিউ, 17,000 টিরও বেশি লাইক এবং শত শত কমেন্ট পড়েছে। এক ব্যবহারকারী লিখেছেন, “বাচ্চাটি কী সুন্দর ডাক্তারের দিকে তাকিয়ে আছে।” আর একজন কমেন্ট করেছেন, “শিশুটি নিষ্পাপ মনে এমনভাবে তাকিয়ে আছে, যেন ডাক্তারকে তার খুব পছন্দ হয়েছে।” অন্য় এক ব্য়বহারকারী বলেছেন, “

Next Article