Viral Video: টানা 20 মিনিট লিফটের মধ্যে আটকে এই খুদে শিশু, সিসি ক্যামেরার ধরা পড়ল আর্তনাদ

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Oct 05, 2023 | 12:23 PM

Latest Viral Video: ভিডিয়োটি Arvind Chauhan নামে এক এক্স ব্যবহারকারী শেয়ার করেছেন। আর তারপর থেকেই ঝড়ের বেগে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এখনও পর্যন্ত ভিডিয়োটিতে প্রচুর লাইক আর শেয়ার হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছে এই ভিডিয়োয়।

Viral Video: টানা 20 মিনিট লিফটের মধ্যে আটকে এই খুদে শিশু, সিসি ক্যামেরার ধরা পড়ল আর্তনাদ

Follow Us

Viral Video Today: লিফটে কখনোই বাচ্চাদের একা ছাড়া উচিত নয়। যখন তখন তাতে সমস্যা দেখা দিতে পারে। এমনকি বন্ধ হয়ে যেতে পারে। পাওয়ার কাট হয়ে গিয়ে অন্ধকার হয়ে যেতে পারে। তাই ভুলেও এই ধরনের কাজ করবেন না। সোশ্যাল মিডিয়ায় একটি ছোট বাচ্চার ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি শিউরে উঠতে বাধ্য। স্কুল ড্রেস পড়া একটি ছোট্ট মেয়ে লিফটে আটকে যায়। তাকে লিফটের ভিতরে চিৎকার করে কাঁদতে দেখা যাচ্ছে। আর সে কোনওভাবে বাইরে আসার চেষ্টা করলেও পারছে না। এভাবে এক দুই মিনিট নয়, 20 মিনিট সে আটকা থাকে লিফট-এর ভিতর। তার আর্তনাদ শুনলে আপনি চমকে উঠবেন। ভিডিয়োয় কী দেখা যাচ্ছে?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, বাচ্চাটি লিফটের মধ্যে আটকে গিয়েছে। তবে লিফটয়ে আলো জ্বলছে। আর মেয়েটি চিৎকার করছে বাইরে যাতে কেউ তাকে সাহায্য করে। লিফটের দরজায় ক্রমশ ধাক্কা দিয়ে যাচ্ছে। জোরে জোরে ডেকে বাইরে থাকা মানুষদের থেকে সাহায্য চাইছে। কিছুক্ষণ পর সে খুব ভয় পেয়ে গেল এবং জোরে চিৎকার করতে লাগল। মেয়েটি বারবার দরজা খোলার চেষ্টা করলেও, তা কিছুতেই খুলছিন না। কিন্তু অবশেষে সে ক্লান্ত হয়ে পড়ে। এভাবে সে 20 মিনিট লিফট-এ আটকা ছিল। এই ভিডিয়ো দেখে চমকে উঠেছে অধিকাংশ নেটিজ়েন।


ভিডিয়োটি Arvind Chauhan নামে এক এক্স ব্যবহারকারী শেয়ার করেছেন। আর তারপর থেকেই ঝড়ের বেগে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এখনও পর্যন্ত ভিডিয়োটিতে প্রচুর লাইক আর শেয়ার হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছে এই ভিডিয়োয়।

Next Article