সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে এমন কিছু ভিডিয়ো ভাইরাল হয়, যা দেখে চোখ ফেরানো দায় হয়ে যায়। আর ইন্টারনেটের জন্যই বোধ হয় কিছু অসাধারণ প্রতিভা সবার সামনে উঠে আসে। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে এক মহিলা মাথায় গ্যাস সিলিন্ডার নিয়ে আর একটি রান্নার হাঁড়ির উপর দাঁড়িয়ে নাচ করলেন। ভিডিয়োটি দেখা সময় আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। তবে যেভাবে তিনি নাচ করেছেন, তেমনভাবে নাচ করার চেষ্টা ভুলেও করবেন না। যে কোনও মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে। চলুন ভিডিয়োটি দেখে নেওয়া যাক।
কী দেখা যাচ্ছে ভাইরাল হওয়া এই ভিডিয়োয়? ভাইরাল ক্লিপটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন (@karagam_durga) নামের একজন ব্যবহারকারী। 23 সেপ্টেম্বর পোস্ট করা এই ভিডিয়োটি এই খবর লেখা পর্যন্ত 17 লাখেরও বেশি ভিউ পেয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক মহিলা বাড়ির ভেতরে মাথায় গ্যাস সিলিন্ডার নিয়ে হেঁটে আসছেন সামনের দিকে। আর সামনে একটি হাঁড়ি রাখা আছে। তিনি ব্যালেন্স করে সেই হাঁড়িটির উপর উঠে দাঁড়ালেন। তারপরে মাথায় সেই সিলিন্ডার নিয়েই হাঁড়ির উপর ঘুরতে শুরু করলেন। এমনকি একটা সময় পরে আপনি তাঁকে এক পায়েও দাঁড়াতে দেখবেন। কিন্তু ভিডিয়োয় শেষ পর্যন্ত তিনি কিছুতেই ভারসাম্য হারাবেন না।
মহিলাটিকে এমন নাচ করতে দেখে হতবাক অধিকাংশ নেটিজ়েন। ভিডিয়োটিতে অনেকে অনেক কমেন্ট করেছেন। কেউ বলেছেন, “দেখতে অসাধারণ লাগলেও কখনও এমনটা করা উচিত নয়। যে কোনও সময় বিপদ ঘটে যেতে পারে।” ভিডিয়োটিতে এখনও পর্যন্ত প্রচুর মানুষ লাইক করেছেন।