Viral Video Today: চা খেতে পছন্দ করেন না, এখন মানুষ খুঁজে পাওয়া কঠিন। সকাল বেলা ঘুম থেকে উঠে, চায়ের কাপে চুমুক না দিলে যেন দিনটাই শুরু হয় না। কেউ আবার তাতে একটু আদা, এলাচও দিয়ে দেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এমন একটি চায়ের রেসিপি ভাইরাল হয়েছে, যা দেখতে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। অনেক ফ্লেবারের চা-ই তো খেয়েছেন। কখনও মিষ্টি বেশি, আবার কখনও কম। কিন্তু মাছের চা খেয়েছেন কি? শুনেই চমকে উঠলেন তো? ভাবছেন ঠিক পড়ছেন কি না। একেবারেই ঠিক দেখেছেন। কাঁচা মাছের লেজা দিয়ে চা বানিয়ে খেলেন এক মহিলা। আর সেই ভিডিয়ো ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এমন অভিনব চা বানালেন কীভাবে? চলুন জেনে নেওয়া যাক।
ভাইরাল হওয়া 37 সেকেন্ডের ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক মহিলা চা বানাচ্ছেন। আর তাতেই দিয়ে দিচ্ছেন একটি কাঁচা মাছের লেজ। জল, দুধ ও পাতা মেশানোর পর চা ফুটে ওঠে। এই সময় এতে মাছের টুকরো দিয়ে দেন এবং যতক্ষণ না ফুটে উঠছেন, ততক্ষণ নাড়াতে থাকেন। ফুটে উঠলে তিনি মাছের টুকরোটা বের করে, চা ছেঁকে গ্লাসে ঢেলে দেন। অবশেষে রান্না করা মাছের টুকরোটিকে একটি কাঠিতে গেথে কাপের উপর রেখে দেন। আর এই চায়ের রেসিপি দেখে রেগে লাল অধিকাংশ নেটিজ়েন।
Where are Chai lovers? ☕
Here’s something for you 😉 pic.twitter.com/aDS0SjbmoW— PRICE TRADER (@price_trader_) October 2, 2023
এই অদ্ভুত চা তৈরির ভিডিয়ো মাইক্রোব্লগিং সাইটে @price_trader_ নামের একজন ব্যবহারকারী পোস্ট করেছেন। এই ক্লিপ পোস্ট করে লেখা হয়েছে- “চা প্রেমীরা কোথায়?” এখনও পর্যন্ত এই পোস্টটি 57 হাজারের বেশি ভিউ এবং অনেক প্রতিক্রিয়া পেয়েছে। এই ভিডিয়োয় প্রচুর মানুষ কমেন্ট করেছেন। কেউ বলেছেন, “এই বাঙালি ইউটিউবার যে কোনও কিছু মিশিয়ে, রান্না করতে পারে। কিন্তু তাই বলে চাও?” আরও এক ব্যক্তি কমেন্টে মজার ছলে লিখেছেন, “মাছটা আজকে মরে গিয়েও শান্তি পেল না।”