রাস্তায় এমন অনেক লোককে দেখা যায়, যারা সিগনাল লাল হওয়ার আগেই গাড়ি থামিয়েই রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। এমনকি এমন অসংখ্য ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে দুর্ঘটনার শিকার হয় বহু মানুষ। তাও সচেতন হতে চায় না। তবে সোশ্যাল মিডিয়ায় একটি মজার ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে আপনার হাসি থামতে চাইবে না। এক ব্যক্তি রাস্তা পেরনোর জন্য বেশি কিছুক্ষণ অপেক্ষা করলেন। যখন দেখলেন সিগনাল লাল হচ্ছে না, তখন এমন কিছু করলেন, যা আপনি ভাবতেও পারবেন না। ভিডিয়োটি পোস্ট করার পরই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। কিন্তু ভিডিয়োয় কী দেখা যাচ্ছে?
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় ঠিকভাবে হাঁটতে পারছিল না। অর্থাৎ খুড়িয়ে খুড়িয়ে হাটতে শুরু করে। ভিডিয়োটির প্রথমে আপনার মনে হবে, উনি আদতেই ঠিক করে হাঁটতে পারছেন না। কিন্তু কয়েক সেকেন্ড দেখার পরার আসল ব্যাপারটা বুঝতে পারবেন। এদিকে তাঁকে ওভাবে রাস্তা পার হতে দেখে রাস্তার গাড়িগুলি তাদের গতি কমিয়ে দেয়। তার তাকে রাস্তা পার হতে সাহায্য করে। কিন্তু যেই তিনি রাস্তার অন্য পারে চলে আসে, তখনই ঠিকভাবে হাঁটতে শুরি করে। আর তা দেখে অধিকাংশ নেটিজ়েনের হাসি থামেনি।
এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে mufasatundeednut নামের আইডি দিয়ে শেয়ার করা হয়েছে, যা এখনও পর্যন্ত লক্ষাধিক ভিউ হয়েছে। আর প্রচুর মানুষ ভিডিয়োটি লাইকও করেছেন। এতে অনেকেই অবনেক রকমের কমেন্ট করেছেন। কেউ বলেছেন, “যদি গাড়িগুলি আস্তে না আসত, তাহলে কী হত একবার ভেবে দেখুন।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “বুদ্ধি আছে বলতে হবে, তাড়াতাড়ি পার হয়ে গেল।”