মুম্বাইয়ের ট্রাফিক এবং লোকাল বাসে ভিড় দেখেই আপনি অনুমান করতে পারবেন, সেখানের জনসংখ্যা কত। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে মানুষকে প্রতিদিন রীতিমতো বাসে বাদুর ঝোলা ঝুলতে হয়। দেখতে যতই ঝাঁ চকচকে শহর হোক না কেন, মানুষকে প্রতিদিনের যাতায়াত বেশি কষ্টসাধ্য। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে পোস্ট অনুযায়ী এই ভিডিয়োটি মুম্বাইয়ের বান্দ্রা এলাকার বলে জানা গিয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে এক কলেজ পড়ুয়াকে এভাবে ভ্রমণ করতে দেখে হতবাক অধিকামশ নেটিজেন। কারণ এমন পরিস্থিতিতে তার জীবনে বিরাট বিপদ নেমে আসতে পারে। কী দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয়?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি বাস রাস্তা দিয়ে যাচ্ছে। আর বাসটির পিছনে কোনও রকম এক যুবক দাড়িয়ে আছে। বাসটি স্টপেজে থামার সঙ্গে সঙ্গে অনেকেই সেই বাসে ওঠে। কিন্তু বাসের পিছনে জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে রয়েছে সেই যুবক। আর রাস্তায় থাকা লোকজন তার ভিডিয়ো করে শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়। তবে 29 নভেম্বর শেয়ার করা এই ক্লিপটি এই খবর লেখা পর্যন্ত কয়েক হাজার ভিউ পেয়েছে।
A student was spotted dangerously standing on a small ledge of a crowded BEST bus while holding onto the bottom of the window at Carter Road to Peace Haven bus stop in Bandra. This incident serves as a reminder to prioritize safety and avoid risky behavior. pic.twitter.com/CsDxt5uuYk
— Bandra Buzz (@bandrabuzz) November 29, 2023
ভাইরাল ক্লিপটি এক্স-এ পোস্ট করা হয়েছে (@bandrabuzz) নামে একটি অ্যাকাউন্ট। 9 সেকেন্ডের ক্লিপ দেখলেই বোঝা যায় মুম্বাইয়ের মতো শহরে জীবন সহজ নয়। ভিডিয়োটিতে অনেকে অনেক কমেন্ট করেছেন। এক ব্যক্তি লিখেছেন, “বাসের দরজায় রীতিমতো লোক ঝুলছে। তারপরেও কিছু লোক বাসে উঠতে চাইছে।” আরও এক ব্য়ক্তি কমেন্টে লিখেছেন, “যখন তখন সেখান থেকে পড়ে যেতে পারে এই যুবক।”