Viral Video Today: পথ চলতি ক’জন মানুষই আর রাস্তার পশু পাখিদের নজর দেন। ব্যস্ত জীবনে রাস্তায় কোনও মানুষ অসুস্থ হয়ে পড়লেও না দেখার ভান করে এগিয়ে যান অনেক মানুষ। অনেক সময় সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিয়ো দেখা যায়, যেখানে মানুষ পশুদের উপর অত্যাচার করে। কিন্তু এত কিছুর মধ্য়েও একটি সুন্দর ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনার মুখে হাসি আসতে বাধ্য। রাস্তার ধারে শুয়ে রয়েছে একটি তৃষ্ণার্ত উট। তেষ্টায় সে উঠে দাঁড়ানোর মতোও ক্ষমতা হারিয়েছে। তার উপর প্রখর রোদে দূর দূরান্তে কাউকে চোখে পড়ছে না। ঠিক সেই সময় একজন ড্রাইভার সেখান থেকে যাচ্ছিলেন। আর তার চোখে পড়ে যে, উটটি শুয়ে রয়েছে। তিনি গাড়ি থেকে নেমে এসে এমন কিছু করেন, যা দেখে আনন্দে আপনার চোখে জল আসবে।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, মরুভূমি আচ্ছন্ন এলাকায় একটি উট রাস্তার ধারে শুয়ে পড়েছে। গরমে রোদে সে চলার ক্ষমতা হারিয়েছে। উটটি এতটাই তৃষ্ণার্ত যে, সে উঠেও দাঁড়াতে পারছে না। তখনই পাশ দিয়ে যাওয়া এক ট্যাঙ্কার চালকের চোখ পড়ে তার ওপর। তিনি সঙ্গে সঙ্গে জলের বোতল নিয়ে উটের দিকে ছুটে আসে। তারপর বোতল থেকে উটটিকে জল খাইয়ে দিলেন। এই দৃশ্য দেখে চালকের প্রশংসা করেছেন নেটিজেনরা।
Drained by the heat, the camel was few minutes away from passing out. Kind driver gives water & revives it.
We are experiencing unexpected heat waves. Your few drops of water can save the lives of animals. Be compassionate to our fellow travellers . pic.twitter.com/daE7q9otdv
— Susanta Nanda (@susantananda3) June 11, 2023
ভিডিয়োটি আইএফএস অফিসার সুশান্ত নন্দা টুইটারে শেয়ার করেছেন। তারপর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “কিছু কিছু ভিডিয়ো থাকে, যেগুলি মন ভাল করে দেয়। এটি তেমনই একটি ভিডিয়ো।” ভিডিয়োটি এখনও পর্যন্ত 1.50 লাখেরও বেশি মানুষ দেখেছেন। আর প্রচুর মানুষ শেয়ারও করেছেন।