Viral Video: ‘মেরা পতি কৌন হ্যায়’… এই কিউট শিশুর আজব আবদারে হাসির রোল নেটপাড়ায়

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Feb 11, 2023 | 11:07 AM

Little Girl Crying Viral Video: কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট বাচ্চার বায়না শুনলে আপনি হাসি ধরে রাখতে পারবেন না। ভাবছেন তো? কী এমন চেয়ে বসল যে এনে দেওয়া যাবে না। বাচ্চাটির আবদাব সে তার স্বামীকে চায়। তাকে বলতে হবে কে তার স্বামী।

Viral Video: মেরা পতি কৌন হ্যায়... এই কিউট শিশুর আজব আবদারে হাসির রোল নেটপাড়ায়

Follow Us

Latest Viral Video: সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন বিভিন্ন ভিডিয়ো ভাইরাল হয়। তার মধ্য়েই এমন অনেক ভিডিয়ো থাকে, যা দেখে হাসি চেপে রাখা যায় না। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় (Social Media) এমনই একটি হাসির ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে। ছোট বেলায় আপনি নিশ্চয়ই টুকটাক বায়না করেছেন। বা আপনার বাচ্চা হয়তো অনেক কিছুর জন্য় বায়না করে। কখনও কখনও তার বায়না মেটানোর চেষ্টাও করেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট বাচ্চার (Little Girl) বায়না শুনলে আপনি হাসি ধরে রাখতে পারবেন না। ভাবছেন তো? কী এমন চেয়ে বসল যে এনে দেওয়া যাবে না। বাচ্চাটির আবদাব সে তার স্বামীকে চায়। তাকে বলতে হবে কে তার স্বামী। আর শুছু তাই নয়, তার স্বামীকে (Husband) খুঁজে বের করে তার কাছে এনে দিতে হবে। কাঁদতে কাঁদতে এমনভাবে বলছে, যা দেখলে আপনি চাইলেও হাসি থামাতে পারবেন না।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, বাচ্চাটি মাটিতে বসে কাঁদছে। তার মা কান্নার কারণ জালতে চাইলে সে বলে, “আমি আমার স্বামীর কাছে যেতে চাই।” ব্য়াস এই কথা শুনেই তার মা হেসে প্রশ্ন করেন, “তোমার স্বামী কে?” সঙ্গে সঙ্গে বাচ্চাটি উত্তর দেয়, তার “মামা”। এই কথা শুনেই তার মা শিশুটিকে বলে যে, মামা স্বামী নয়। মামা মামার স্বামী, বাবা মায়ের স্বামী, দাদা দাদীর স্বামী। আর তখনই সে কাঁদতে কাঁদতে বলে, “তাহলে আমার স্বামী কে”। তখন মহিলা বলে, “সে নিশ্চয়ই কোথাও খেলছে।” এই একথা শুনে মেয়েটি আবার কান্না করতে শুরু করে আর বলে “আমার স্বামী কোথায় গেল।” সে জোরে জোরে কাঁদতে থাকে এবং বলতে থাকে “আমার স্বামীকে এনে দাও।” এই মটার ভিডিয়োটি নজর কেড়েছে অধিকাংশ নেটিজেনের।

মেয়েটির এই মজার ভিডিয়োটি ইনস্টাগ্রামে Creation_patelk নামের একটি অ্য়াকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। শেয়ার করার পর থেকে এখনও পর্যন্ত 4.6 মিলিয়ন ভিউ হয়েছে। সেই সঙ্গে 1 লাখ 75 হাজারেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন। এতে বিভিন্ন মজার কমেন্টও এসেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “এই ভিডিয়োটি যত্ন করে রেখে নিন। ও বড় হলে ওকে দেখাবেন।” অন্য একজন ব্যবহারকারী মজার ছলে লিখেছেন, “আমি ওর এমন বায়না দেখে হাসি চেপে রাখতে পারলাম না।”

Next Article