Valentine’s Day Optical Illusion: ছবি থেকে সাতটি ‘হৃদয়’ খুঁজে বের করতে পারেন একমাত্র রোম্যান্টিক মানুষজন

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Feb 17, 2023 | 10:34 PM

Seven Hearts Hidden Optical Illusion: উপরের পেইন্টিংটি তৈরি করেছেন শিল্পী জিম ওয়ারেন। ছবিটিতে মনোমুগ্ধকর দৃশ্যপট তুলে ধরা হয়েছে, যেখানে এক যুগল পুকুরের কাছে দাঁড়িয়ে আছে। এখান থেকেই আপনাকে সাতটি হৃদয় খুঁজে বের করতে হবে।

Valentine’s Day Optical Illusion: ছবি থেকে সাতটি হৃদয় খুঁজে বের করতে পারেন একমাত্র রোম্যান্টিক মানুষজন
হৃদয় খুঁজে দেখার অপ্টিক্যাল ইলিউশন।

Follow Us

আপনার মনটা ঘুরিয়ে দিতে পারে একটা ছবি! পারে, যদি সে ছবিতে একটা ধাঁধা থাকে। পারে, যদি সে ছবিতে আপাত দৃষ্টিতে কিছু লুকিয়ে থাকে। সাধারণ ভাবে আপনি যা দেখছেন, যা ভাবছেন, তাকেই চ্যালেঞ্জ জানাতে পারে এই ছবিগুলি বা ছবির ধাঁধাগুলি। পোশাকি ভাষায় যার নাম অপ্টিক্যাল ইলিউশন। এই ধরনের ছবিগুলি প্রতিটি কোণ থেকে মানুষের জন্য একটা ভিন্ন উপলব্ধি গঠন করতে পারে। তার থেকেও বড় কথা, মনোবিশ্লেষণের ক্ষেত্রেও এই ধরনের ছবির জুড়ি মেলা ভার। তার কারণ, আপনি কীভাবে কোনও কিছু উপলব্ধি করেন তার উপর আলোকপাত করে বিষয়গুলি। এদিকে প্রেমের সপ্তাহ চলছে। আজ আমরা এমনই এক অপ্টিক্যাল ইলিউশন নিয়ে হাজির হয়েছি, যা প্রেমিক-প্রেমিকারা ছাড়া কেউ বুঝতে পারবেন না।

উপরের পেইন্টিংটি তৈরি করেছেন শিল্পী জিম ওয়ারেন। ছবিটিতে মনোমুগ্ধকর দৃশ্যপট তুলে ধরা হয়েছে, যেখানে এক যুগল পুকুরের কাছে দাঁড়িয়ে আছে। ছবির ভিতরে আপনি সুন্দর গাছ, রাজহাঁস, ফুল, এবং ওই দম্পতিকে দেখতে পাবেন। সেই সঙ্গেই আবার মন্ত্রমুগ্ধ মেঘে ভরা প্রকৃতির নির্মল দৃশ্য তাক লাগানোর মতো। এই মাস্টারপিসটি ‘সেভেন হার্টস’ নামেও পরিচিত। ছবিটি এমন এক ধরনের ধাঁধা, যা দর্শকদের এর ভিতর থেকে 7টি লুকিয়ে থাকা হৃদয় খুঁজতে বলবে। যিনি এই ছবি তৈরি করেছেন, তিনি দাবি করেছিলেন যে, শুধুমাত্র রোম্যান্টিক ব্যক্তিরা 11 সেকেন্ডে 7টি হার্টের সবকটি দেখতে পারে।

তবে এই ছবিটি থেকে সাতটি হার্ট খুঁজে বের করার কাজটা খুব সহজ নয়। কারণ, সেই হার্টগুলি এখানে ছদ্মবেশ ধারণ করে রয়েছে। যদিও আপনি খুঁটিয়ে তাকালেই এখান থেকে সাতটি হার্ট খুঁজে বের করতে পারবেন। আর যদি একান্তই না-পারেন, তাহলে আমরাই বলে দিচ্ছি কোথায় তাকালে সেগুলিকে আপনি দেখতে পাবেন।

1) একটি হার্ট লুকিয়ে রয়েছে মেঘের মধ্যে।

2) একটি হার্ট লুকিয়ে রয়েছে দুটি গাছের মধ্যে।

3) একটি হার্ট আপনি দেখতে পাবেন পুকুরের মধ্যে।

4) মেঘের মধ্যে আরও একটি হার্ট লুকিয়ে রয়েছে।

5) দুই হাঁসের চঞ্চুতে তৈরি হয়েছে একটি হার্ট।

6) পাথরে একটি হার্ট রয়েছে।

7) ঘাসে একটি হার্ট-আকারের বেলুন রয়েছে।

এখন এগুলি যদি আপনার বুঝতে অসুবিধা হয়, তাহলে নীচের ছবিটি দেখে নিন।

Next Article