সোশ্যাল মিডিয়ার বাঘের অনেক রকমের ভিডিয়োই ভাইরাল হয়। বাঘের মতো ভয়ঙ্কর প্রাণীর মুখোমুখি হওয়ার সাহস কারও নেই। কিন্তু কখনও এমনটা ভাবা যায়, জঙ্গল দাপিয়ে বেড়ায় এমন এক প্রাণী নাকি সামান্য় একটি লাঠিকে ভয় পাচ্ছে। এমনতো আগে শুধু সার্কাসে দেখা যেত। যেখানে তাকে লাঠির ঈশারায় যেমন-যেমন করতে বলা হত ঠিক তেমনই করত। সোশ্যাল মিডিয়ায় এমন এক ব্যক্তির ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হচ্ছে যেখানে মাত্র একটি লাঠির সাহায্যে কয়েক ডজন বাঘকে নিয়ন্ত্রণ করতে দেখা যাচ্ছে। ভিডিয়োটি অধিকাংশ নেটিজ়েনকে অবাক করেছে।
ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি বড় খাঁচা রয়েছে। আর সেই খাঁচা থেকে বেরিয়ে এসেছে ডজন খানেক বাঘ। আর তাদেরকে খাঁচার ভিতরে ধোকাতে একটি লোক লাঠি হাতে দাঁড়িয়ে আছে। আর অবাক ব্য়াপার হল, অতগুলি বাঘকে একসঙ্গে দেখে লোকটি ভয় পাচ্ছে না। এমনকি এর সম্পূর্ণ উল্টো ঘটনা ঘটছে। লোকটিকে ভয় পাচ্ছে বাঘগুলি। মাঝখানে একটা বাঘের গর্জনও শোনা যাচ্ছে। তারপর হঠাৎ লোকটি তার লাঠিটি তুলে নিয়ে তাদের তাড়া করতে থাকে। তখন সব বাঘ পোষা বিড়ালের মতো লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং খাঁচার ভেতরে ঢুকে যায়। তখন লোকটি খাঁচা তালা আটকে দেয়। প্রায়শই প্রাণীরা চিড়িয়াখানার রক্ষক বা প্রাণী প্রশিক্ষককে ভয় পায়। তবে বাঘের মতো প্রাণীরাও ভয় পাবে, এমনটা বেশ আশ্চর্যজনক বিষয়। ভিডিয়োটি দেখলে আপনার চোখ কপালে উঠবে।
সম্প্রতি এই ভিডিয়োটি @natureslethal নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। আর তারপর থেকেই ঝরের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এই ভিডিয়োটি 38 হাজারেরও বেশি ভিউ পেয়েছে। 1 হাজারেরও বেশি মানুষ সাইক করেছে। অনেকে করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, “এদেরকে জোর করে খাঁচায় থাকতে বাধ্য় করা হচ্ছে কেন?” আর একজন লিখেছেন, “বাঘও প্রমান করে দিল যে, ওরা প্রভুর কতটা বাধ্য়।”