Optical Illusion: ঘন জঙ্গলে লুকিয়ে একটি ঘোড়া এবং হাতি, খুঁজে বের করতে পারবেন তাদের?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Feb 17, 2023 | 10:29 PM

Latest Optical Illusion: এই যে ঘন জঙ্গল দেখছেন আর বড়-বড় গাছ দেখছেন, এখানে এদের মধ্যেই লুকিয়ে রয়েছে দুটি বন্য প্রাণী। আপনাকে সেই প্রাণী দুটিকেই খুঁজে বের করতে হবে। খুব একটা কঠিন নয় কাজটা। একবার চেষ্টা করে দেখুন, প্রাণী দুটিকে খুঁজে পান কি না।

Optical Illusion: ঘন জঙ্গলে লুকিয়ে একটি ঘোড়া এবং হাতি, খুঁজে বের করতে পারবেন তাদের?
দেখুন তো, ওই প্রাণী দুটিকে খুঁজে পান কি না।

Follow Us

অপ্টিক্যাল ইলিউশনের ছবিগুলি নিয়ে আজকাল খুব আলোচনা হচ্ছে। সেই আলোচনার কিছু কারণও আছে। আজকের এই ভাইরাল হওয়ার দুনিয়ায় সবকিছু প্রায় সেনসেশন ছড়ায়। কিন্তু ক’টা জিনিস আমাদের ভাবায় বলুন তো! অপ্টিক্যাল ইলিউশন বা ছবির ধাঁধাগুলি কিন্তু আমাদের যথেষ্ট ভাবায়। সেই ছবিগুলি যদি রিয়্যালিস্টিক হয়, তাহলেও যেমন নজর ঘোরায়। তেমনই আবার তৈরি করা ছবির ধাঁধা তা সে অলঙ্করণই হোক আর সুন্দর ঝকঝকে কোনও পেইন্টিং- সবই আপনাকে ভাবাবে। আপনার মস্তিষ্কের সঙ্গে খেলা করবে। আপনার ভাবনাচিন্তার লেভেলটাকে অন্য এক মাত্রায় নিয়ে যেতে পারবে। বুদ্ধিমত্তার পরীক্ষা নেওয়ার এর থেকে বড় পন্থা এখন বোধহয় আর কিছু নেই। তার থেকেও বড় কথা, অপ্টিক্যাল ইলিউশন সমাধান করার জন্য সর্বোপরি আপনার চিন্তাভাবনার প্রক্রিয়াটিকে তরান্বিত করার জন্য আপনাকে এখন আর বেশি ঝক্কিও পোহাতে হয় না। TV9 Bangla-র অপ্টিক্যাল ইলিউশনগুলি দেখলেই হয়ে যায়।

প্রতিদিনের মতো আজও আপনাদের জন্য আমরা একটা ছবির ধাঁধা নিয়ে হাজির হয়ে গিয়েছি। এই ছবিটি বেশ মজাদার। এই যে ঘন জঙ্গল দেখছেন আর বড়-বড় গাছ দেখছেন, এখানে এদের মধ্যেই লুকিয়ে রয়েছে দুটি বন্য প্রাণী। আপনাকে সেই প্রাণী দুটিকেই খুঁজে বের করতে হবে। খুব একটা কঠিন নয় কাজটা। একবার চেষ্টা করে দেখুন, প্রাণী দুটিকে খুঁজে পান কি না।

আপনি যদি প্রতিনিয়ত ছবির ধাঁধাগুলি প্র্যাকটিস করেন, তাহলে পরবর্তীতে এগুলির সমাধান করতে গিয়ে নিজেই একাধিক ট্রিক খুঁজে বের করতে পারবেন। আপনার চিন্তাভাবনার স্তরও অন্য মাত্রায় পৌঁছতে পারবে। তার থেকেও বড় কথা হল, এই ছবিগুলি আপনার বন্ধুবান্ধব বা প্রিয়জনের কাছে শেয়ার করে তাঁদেরও একটু ভাবাতে পারেন। সেই সঙ্গেই আবার আপনার বাড়ির ছোট বাচ্চাটিকেও এই ছবির ধাঁধাগুলি দেখিয়ে তারও মনোনিবেশের শক্তি বাড়াতে পারেন।

এবার আসা যাক আসল জায়গায়। যে ছবিটি আপনি দেখছেন, এখান থেকে কি কোনও বন্যপ্রাণী খুঁজে পেলেন? তাহলে ছোট্ট একটা ক্লু দিই আপনাকে। এই ছবি থেকে সত্যিকারের বন্যপ্রাণী খুঁজতে গেলে আপনি ভুল করবেন। বরং, আপনাকে গাছেদের মধ্যে থেকেই ওই প্রাণী দুটিকে খুঁজে বের করে নিতে হবে। এতগুলো ক্লু দিয়ে দিলাম, এবার মাত্র 6 সেকেন্ডের মধ্যে আপনি প্রাণী দুটিকে খুঁজে বের করতে পারবেন? এখনও যদি না পারেন, তাহলে নীচের ছবিটি দেখে নিন।

নিশ্চয়ই সেই ঘোড়া এবং হাতিটিকে খুঁজে পেয়েছেন।

Next Article