Latest Viral Video: সোশ্যাল মিডিয়ায় এমন কিছু না কিছু ভিডিয়ো কিছু পড়ে যা আপনাকে হাসতে বাধ্য় করে। বিশেষ করে পশু-পাখি সম্পর্কিত ভিডিয়ো মানুষ বেশি পছন্দ করে। র্যাম্প ওয়াক বা ক্যাট ওয়াকের কথা তো শুনেছেন? কিন্তু ডাক ওয়াকের কথা শোনেননি। আর সেটাই যদিও স্বাভাবিক। ভাবছেন তো যে “ডাক ওয়াক”? সেটি আবার কী? তবে সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে একটি হাঁস রাস্তায় এমনভাবে হাঁটছে যে, আপনার তাকে দেখে মনে হবে সে যেন ফ্যাশন ব়্যাম্পে হাঁটছে! চলার সময় হাঁস কখনও ডানে আবার কখনও বা বামে পা রাখছে। যা দেখলে আপনি “ডাক ওয়াক” সম্পর্কেও জেনে যাবেন। বিশ্বাস করতে পারবেন না, একটি হাঁস এভাবে হাঁটতে পারে কীভাবে?
Top model.. ? pic.twitter.com/IWrbNPzxmS
— Buitengebieden (@buitengebieden) February 9, 2023
ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি হাঁস ফাঁকা রাস্তায় হাঁটতে শুরু করেছে। তাকে দেখলেই বোঝা যায় যেন কেউ ফ্যাশন শোতে হাঁটছে। হাঁসটি চলার সময় এবার রাস্তার ডান দিকে আবার কখনও বাম দিকে পা যাচ্ছে। আর এমনভাবে সামনের দিকে এগোচ্ছে যেন মডেলিং-এর জন্য তার বিশেষ প্রশিক্ষণ নেওয়া আছে। এই ভিডিয়ো দেখে অধিকাংশ নেটিজ়েন তাদের হাসি ধরে রাখতে পারেনি।
এই ভিডিয়োটি টুইটারে @buitengebieden নামে একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। ভিডিয়োটিতে এখনও পর্যন্ত 3 লাখেরও বেশি ভিউ হয়েছে। আর 72 হাজারেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছে। ক্লিপটি দেখার পর লোকেরা অনেক মজার কমেন্টও করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “হাঁসটি এমনভাবে হাঁটছে সে যে কোনও টপ মডেলকে হার মানিয়ে দেবে।” কেউ আবার কমেন্ট করেছেন, “ওকে দেখতে কী অসম্ভব সুন্দর লাগছে। আমি তো ভিডিয়োটি অনেকবার দেখলাম।”