Latest Viral Video: এদেশের মানুষের প্রতিভার অভাব নেই। যে কোনও সমস্য়ার সমাধান মুহূর্তে কীভাব বের করে নিতে পারে কিছু মানুষ। আপনি অবশ্যই বাথরুমে লাগানো হ্যান্ড ড্রায়ার (Hand Drying Machine) দিয়ে আপনার হাত শুকিয়েছেন। কিন্তু ইন্টারনেটের জগতে এমন এক ব্য়ক্তিকে দেখা গিয়েছে, যিনি কি-না হ্যান্ড ড্রায়ারে চুল শুকোচ্ছেন। শুনেই হেসে উঠলেন তাই তো? ভাবছেন এও সম্ভব? তবে হ্য়াঁ, এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায় (Social Media)। যেখানে এক ব্য়ক্তি চিড়ুনি দিয়ে চুল আঁচড়ে শুকাচ্ছেন, তাও আবার হ্যান্ড ড্রায়ারে। হ্যান্ড ড্রায়ার যে হেয়ার ড্রায়ারের কাজ করতে পারে, তা এই ভিডিয়ো না দেখলে বোঝাই যেত না। ভিডিয়োটি (Video) সোশ্য়াল মিডিয়ায় প্রচুর মানুষের নজর কেড়েছে। অধিকাংশ নেটিজেন ভিডিয়োটি দেখে হাসি চেপে রাখতে পারেননি। হেয়ার ড্রায়ার হিসাবে হ্যান্ড ড্রায়ার ব্যবহার করার তার কৌশল দেখে নেটিজেনরা মুগ্ধ।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, ওয়াশরুমে হ্যান্ড ড্রায়ার লাগানো আছ। আর তারই তলায় কালো পোশাক পড়ে বসে আছেন এক ব্য়ক্তি। চিড়ুনি দিয়ে ধীরে-ধীরে চুল আঁচড়ে শুকাচ্ছেন। আর সেখানে উপস্থিত অন্য় এক ব্য়ক্তি সেটি ভিডিয়ো করছেন। ভিজে চুল, কোনও মতে শোকাতেই হবে। হেয়ার ড্রায়ার নেই তো কী হয়েছে, হ্যান্ড ড্রায়ার তো আছে।
Necessity is mother of invention… pic.twitter.com/iJ8J5MxG9x
— Arif Shaikh IPS (@arifhs1) February 2, 2023
এই ভিডিয়োটি আইপিএস অফিসার আরিফ শেখ (@arifhs1) টুইটারে পোস্ট করেছেন। এখনও পর্যন্ত 30 হাজারের বেশি ভিউ ও প্রায় 800 লাইক হয়েছে। ব্যবহারকারীরাও বিভিন্ন কমেন্ট করেছেন। কেউ বলেছেন, “আমি শুধু ভাবছি যে, ওনার মাথায়এমন বুদ্ধি এল কীভাবে?” আরও একজন মজার ছলে লিখেছেন, “আমরা ভারতীয়রা এই সব দিক থেকে একদম এগিয়ে আছি।”