Viral Video: মানুষ আর সারস পাখির এত গলায় গলায় বন্ধুত্ব! দেখলে তবেই বিশ্বাস হবে আপনার

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Feb 24, 2023 | 6:15 AM

Saras And A Man Friendship Video: সোশ্য়াল মিডিয়ায় অনেক পশু পাখির ভিডিয়ো ভাইরাল হয়। আবার অনেক ভিডিয়ো থাকে, যেখানে পশুর সঙ্গে মানুষের বন্ধুত্ব লক্ষ করা যায়। তাই বলে সারস পাখি একজন মানুষের এত ভাল বন্ধু হতে পারে, তা এই ভিডিয়োটি না দেখলে বোধয় জানাই যেত না।

Viral Video: মানুষ আর সারস পাখির এত গলায় গলায় বন্ধুত্ব! দেখলে তবেই বিশ্বাস হবে আপনার

Follow Us

Latest Viral Video: সোশ্য়াল মিডিয়ায় (Social Media) অনেক পশু পাখির ভিডিয়ো ভাইরাল হয়। আবার অনেক ভিডিয়ো (Video) থাকে, যেখানে পশুর সঙ্গে মানুষের বন্ধুত্ব লক্ষ করা যায়। তাবলে সারস পাখি (Storks) একজন মানুষের এত ভাল বন্ধু হতে পারে, তা এই ভিডিয়োটি না দেখলে বোধয় জানাই যেত না। প্রাণীদের তুলনায়, মানুষকে সবচেয়ে বুদ্ধিমান এবং আবেগপ্রবণ প্রজাতি বলা হয়, যাদের মস্তিষ্কের পাশাপাশি হৃদয়ও রয়েছে। তারা খুব ভালভাবে বোঝে কীভাবে সঙ্গ বজায় রাখতে হয়, বন্ধুত্ব বজায় রাখতে হয়। কিন্তু আপনি যদি মনে করেন যে, প্রাণীদের মধ্যে এই সমস্ত অনুভূতি নেই তবে আপনি ভুল। আর সোশ্য়াল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি সারস পাখি, তার বন্ধুকে (Friendship) যেতে দিতে নারাজ। আর সেই জন্য় পাখিটি বাইকের পিছনে 30 কিলোমিটার পথ উড়েই চলেছে। বন্ধুত্ব বোধয় একেই বলে।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, পাখিটি প্রায় কিলোমিটার লোকটির বাইকের পেছনে উড়তে থাকে। যাতে সে ব্য়ক্তিটির সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারে। লোকটি যত জোরে গাড়ি চালাচ্ছে, পাখিটি তত জোরেই উড়ছে। ভিডিয়োটি আমেঠির গৌরীগঞ্জ এলাকার মান্দখা মাজরে ঔরঙ্গাবাদের। ওই ব্যক্তির নাম মোহাম্মদ আরিফ, প্রায় 1 বছর আগে ক্ষেতে আহত অবস্থায় এই পাখিটিকে পেয়েছিলেন। এরপর আরিফ পাখিটির যত্ন নেন এবং চিকিৎসা করে সুস্থ করেন। তারপর থেকেই পাখিটি আরিফের সব সময়ের সঙ্গী হয়ে ওঠে। মহম্মদ আরিফ ও সারসের বন্ধুত্বকে এলাকার মানুষ “জয় বীরু”র জুটি বলে। কারণ এই দু’জনকে সবসময় একসঙ্গে দেখা যায়। সারস আরিফকে কখনও একা ফেলে না। সে সব সময় তার সঙ্গে থাকে।

টুইটারে @gyanu999 নামের এক ব্য়বহারকারী এই ভিডিয়োটি শেয়ার করেছেন। আর তারপর থেকেই এই ভিডিয়ো নজর কেড়েছে অধিকাংশ নেটিজেনের। এখনও পর্যন্ত ভিডিয়োটি 68 হাজারের বেশি ভিউ পেয়েছে। এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি ক্য়াপশনে লিখেছেন, “আরিফ তাকে (সারস) তার বাড়িতে নিয়ে এসেছিল। চিকিৎসা করা হয়, খাবার ও জল দেওয়া হয়। পাখিটি সুস্থ হয়ে বনের দিকে না গিয়ে আরিফের কাছেই থেকে যায়। আরিফ যখন বাইকটি কোথাও নিয়ে যায়, তখন সে তার উপরে এভাবে উড়তে থাকে। কখনও কখনও এমনও হয় যে, পাখিটি 30-40 কিমি পর্যন্ত আরিফের বাইকের সঙ্গে উড়ে যায়।

Next Article