Spot The Mistake: হাতে লেখা এই নোট থেকে ভুলটা খুঁজে বের করতে হবে, 8 সেকেন্ডের বেশি সময় নেই

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Feb 24, 2023 | 12:27 AM

Latest Optical Illusion: ছবিটি একটি হাতে লেখা নোট, যাতে কিছু একটা ভুল রয়েছে। ইংরেজিতে লেখা রয়েছে, "What's Wrong?" অর্থাৎ কী ভুল রয়েছে এই ছবিতে? তারপর সেখানে ইংরেজি বর্ণমালার A-Z পর্যন্ত লেখা রয়েছে। এর মধ্যে আর কী ভুল থাকতে পারে? সেটাই তো আসল মজার বিষয়।

Spot The Mistake: হাতে লেখা এই নোট থেকে ভুলটা খুঁজে বের করতে হবে, 8 সেকেন্ডের বেশি সময় নেই
ভাল করে ছবিটা একবার দেখুন তো।

Follow Us

Optical Illusion: আপনার মগজাস্ত্রের সঙ্গে চমৎকার একটি খেলা খেলে অপটিক্যাল ইলিউশনের ছবি। সেই ছবিগুলি নিয়েই আজকাল সোশ্যাল মিডিয়া তোলপাড়। টুইটার থেকে ফেসবুক, সর্বত্র এই ধরনের ছবিগুলি ভাইরাল হয়, কমেন্টের বন্যা বয়ে যায়। একটা ছবি এক-একজনকে এক-একটা ভাবনায় ডুবিয়ে রাখতে পারে, এতটাই আকর্ষণীয় এই ছবির ধাঁধাগুলি। সম্প্রতি এক টুইটার ব্যবহারকারী তেমনই একটি অপটিক্যাল ইলিউশনের ছবি শেয়ার করেছেন। সেই ছবিটি একটি হাতে লেখা নোট, যাতে কিছু একটা ভুল রয়েছে। ইংরেজিতে লেখা রয়েছে, “What’s Wrong?” অর্থাৎ কী ভুল রয়েছে এই ছবিতে? তারপর সেখানে ইংরেজি বর্ণমালার A-Z পর্যন্ত লেখা রয়েছে। এর মধ্যে আর কী ভুল থাকতে পারে? সেটাই তো আসল মজার বিষয়।


ওই ছবিতে ইংরেজিতে আর একটি নোটও লেখা রয়েছে, যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, “আপনি যত শান্ত থাকবেন, ভুল খুঁজে বের করা তত সহজ হবে!” এখন এখান থেকেই আপনাকে ঠান্ডা মাথায়, শান্ত হয়ে ভুলটা খুঁজতে হবে। বিষয়টি আরও আকর্ষণীয় করার জন্য আপনাকে 8 সেকেন্ড সময়ও দেওয়া হল। যিনি এই ছবি তৈরি করেছেন, খুব স্মার্ট উপায়ে তিন ভুলটি লুকিয়ে রেখেছেন।

আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই ছবি থেকে ভুলটি খুঁজে পেয়ে গিয়েছেন। কিন্তু অনেকেরই আবার সঠিক উত্তরটা খুঁজে বের করতে সময় লেগে যাবে। আর যাঁদের অনেকটা সময় লেগে যাচ্ছে, তাঁদের এবার একটু সাহায্য করার সময়। আর একবার খুব ভাল করে খুঁটিয়ে ছবিটা দেখুন।

একথা অস্বীকার করার উপায় নেই যে, অপটিক্যাল ইলিউশন আমাদের এমন ভাবেই বোকা বানায় যে, যার অস্তিত্ব নেই, যা আমরা চোখে দেখতে পাচ্ছি না, তাকেও বিশ্বাস করে নিতে হয়। কিন্তু জানেন কী, আগেকার দিনে এই অপটিক্যাল ইলিউশনগুলিকেই জাদুবিদ্যা, রাক্ষস বা খারাপ আত্মা বলে মনে করা হত। পরে বিজ্ঞানীরা পরিষ্কার করে দিয়েছিলেন যে, আমাদের মস্তিষ্ককে উস্কানি দেওয়ার জন্য সেরা এই পন্থা। একাধিক উপলব্ধির কারণে আমাদের সঙ্গে এমনটা করতে পারে অপটিক্যাল ইলিউশন।

এবার উত্তরে আসা যাক। এই লেখা যিনি লিখেছেন, তিনি খুব ভাল করে জানেন যে, কীভাবে মানুষের নজর কেড়ে নিতে হয়, কীভাবে কোনও কিছু ভুল ধরতে না পারার পরেও মানুষকে বসিয়ে রাখা হয়, ভুল রয়েছে বলে। এই ছবিতে ভুলটা রয়েছে নোটে। পাঠক ইংরেজি বর্ণমালা দেখতেই এতটা ব্যস্ত হয়ে পড়েন যে, নোটে একটি বানান ভুল রয়েছে তা খুঁজে পান না। এখানে Find বানানটা ভুল করে ‘Fnid’ লেখা হয়েছে। এবার আপনি যদি ভাল করে ছবিটা দেখেন, তাহলেই বুঝবেন I এবং N এই বর্ণ দুটো বানানে তাদের স্থান বদল করেছে।


অনেক টুইটার ব্যবহারকারীই কিন্তু ভুলটা ধরতে পেরেছিলেন।

Next Article