Latest Viral Video: হ্যান্ডেল ছেড়ে দিব্যি সাইকেল চালাচ্ছেন এক ব্যক্তি। মাথায় প্লাইউড দরজা। বিস্ফারিত চোখে দেখছে পথচলতি মানুষ। ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল। কলকাতার রাস্তায় হাত ছেড়ে মাথায় জিনিস নিয়ে সাইকেল চালানো! এ যে অবিশ্বাস্য! হতভম্ব নেটিজেনরা আত্মবিশ্বাসের তারিফ না করে পারলেন না! বাদ যাননি কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজুও। এটি কোনও ভানুমতীর খেল নয়, পয়সার জন্য সার্কাসের খেলাও নয়। নিছক পেটের টানে এমন ঝুঁকির জীবন বেছে নিয়েছেন প্রিয়ব্রত জানা নামে এক ব্যক্তি। ভিডিয়ো ভাইরাল হওয়ার দু’দিনের মধ্যেই তাঁর খোঁজ পেল টিভি নাইন বাংলা।
তিনি প্রচণ্ড আত্মবিশ্বাসে হ্যান্ডেল না ধরেই সাইকেল চালিয়ে চলেছেন। কারণ হ্যান্ডল না ধরে সাইকেল চালানো শুধু কঠিনই নয়, বরং বিপজ্জনকও। ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজেনরা সেই ব্যক্তির তারিফ না করে পারলেন না। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, হ্যান্ডেল ছেড়ে দিব্যি সাইকেল চালাচ্ছেন ব্যক্তি। হ্যান্ডেল না ধরেই জোরে সাইকেল চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, তার মাথায় রয়েছে জিনিসপত্র। হ্যান্ডেলে হাত না লাগিয়েই ভারসাম্য বজায় রেখে চালিয়ে যাচ্ছেন তিনি। তার এই কীর্তি দেখে হতবাক দর্শকরা। তিনি যে রাস্তায় সাইকেল চালাচ্ছেন সেটি খুব ব্যস্ত রাস্তা। এমন অবস্থায় ভারসাম্য রাখা বেশ কঠিন কাজ, যা সম্ভব করেন ওই ব্যক্তি। ভিডিয়োটি অন্য গাড়িতে চলা একজন ব্যক্তি শুট করেছেন।
ভিডিয়োটি আইপিএস অফিসার আরিফ শেখ রি-টুইট করেছেন এবং যা ইতিমধ্যে 6.85 লাখেরও বেশি ভিউ হয়েছে। এর সঙ্গে তিনি একটি মজার ক্যাপশন লিখেছেন, “কিছু পাই না পাই, জীবনে এমন আত্মবিশ্বাস দরকার!” একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, লোকজন প্রশংসার করছেন কেন বোঝা যাচ্ছে না, এটি দুর্ভাগ্য যে রুজি-রুটির জন্য জীবনের ঝুঁকি নিতে হচ্ছে।
Latest Viral Video: হ্যান্ডেল ছেড়ে দিব্যি সাইকেল চালাচ্ছেন এক ব্যক্তি। মাথায় প্লাইউড দরজা। বিস্ফারিত চোখে দেখছে পথচলতি মানুষ। ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল। কলকাতার রাস্তায় হাত ছেড়ে মাথায় জিনিস নিয়ে সাইকেল চালানো! এ যে অবিশ্বাস্য! হতভম্ব নেটিজেনরা আত্মবিশ্বাসের তারিফ না করে পারলেন না! বাদ যাননি কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজুও। এটি কোনও ভানুমতীর খেল নয়, পয়সার জন্য সার্কাসের খেলাও নয়। নিছক পেটের টানে এমন ঝুঁকির জীবন বেছে নিয়েছেন প্রিয়ব্রত জানা নামে এক ব্যক্তি। ভিডিয়ো ভাইরাল হওয়ার দু’দিনের মধ্যেই তাঁর খোঁজ পেল টিভি নাইন বাংলা।
তিনি প্রচণ্ড আত্মবিশ্বাসে হ্যান্ডেল না ধরেই সাইকেল চালিয়ে চলেছেন। কারণ হ্যান্ডল না ধরে সাইকেল চালানো শুধু কঠিনই নয়, বরং বিপজ্জনকও। ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজেনরা সেই ব্যক্তির তারিফ না করে পারলেন না। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, হ্যান্ডেল ছেড়ে দিব্যি সাইকেল চালাচ্ছেন ব্যক্তি। হ্যান্ডেল না ধরেই জোরে সাইকেল চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, তার মাথায় রয়েছে জিনিসপত্র। হ্যান্ডেলে হাত না লাগিয়েই ভারসাম্য বজায় রেখে চালিয়ে যাচ্ছেন তিনি। তার এই কীর্তি দেখে হতবাক দর্শকরা। তিনি যে রাস্তায় সাইকেল চালাচ্ছেন সেটি খুব ব্যস্ত রাস্তা। এমন অবস্থায় ভারসাম্য রাখা বেশ কঠিন কাজ, যা সম্ভব করেন ওই ব্যক্তি। ভিডিয়োটি অন্য গাড়িতে চলা একজন ব্যক্তি শুট করেছেন।
ভিডিয়োটি আইপিএস অফিসার আরিফ শেখ রি-টুইট করেছেন এবং যা ইতিমধ্যে 6.85 লাখেরও বেশি ভিউ হয়েছে। এর সঙ্গে তিনি একটি মজার ক্যাপশন লিখেছেন, “কিছু পাই না পাই, জীবনে এমন আত্মবিশ্বাস দরকার!” একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, লোকজন প্রশংসার করছেন কেন বোঝা যাচ্ছে না, এটি দুর্ভাগ্য যে রুজি-রুটির জন্য জীবনের ঝুঁকি নিতে হচ্ছে।