অর্থ রোজগারে মানুষ কে কী-ই না করতে হয়! কাজের সন্ধানে জন্মস্থান থেকে পাড়ি দিতে হয় অনেক দূরে কোথাও, কখনও আবার জীবন বিপন্ন করে অনর্গল পরিশ্রম করে যেতে হয়। তেমনই এক ভিডিয়োয় আবার মাথাটা হেঁট হয়ে গেল এই দেশের। ভিডিয়োতে দেখা গেল, মাচায় বিপজ্জনকভাবে বসে কাজ করছেন এক নির্মাণ শ্রমিক। ক্লিপটি অনলাইনে খুব ভাইরাল হয়েছে। আর তা দেখার পর ইন্টারনেটের একটা বড় অংশের মানুষ খুবই ক্ষুদ্ধ হয়েছেন।
ডক্টর শওকত শাহ টুইটারে এই ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছেন। 2 মিলিয়ন ভিউ ছাপিয়ে গিয়েছে এই ভিডিয়োর। 11 সেকেন্ডের ছোট্ট ওই ভিডিয়োতে একজন নির্মাণ শ্রমিককে একটি ভারায় বসে বাড়ি তৈরি করতে দেখা গিয়েছে। এতটাই উঁচুতে তিনি বসেছিলেন যে, নীচে যাওয়া গাড়ি আর মানুষজনকে দেখে পিঁপড়ের মতোই মনে হবে। ভিডিয়োটি দেখলে লোম খাড়া হয়ে যাবে যে কারও।
He needs appreciation and all praise… pic.twitter.com/fVcUqsJFIC
— Dr Showkat Shah (@shahshowkat07) January 8, 2023
ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “তার শুধুই প্রশংসা প্রাপ্য।”
টুইটার ব্যবহারকারীদের কিন্তু এই ক্যাপশন এক্কেবারেই পছন্দ হয়নি। ওই নির্মাণ শ্রমিক যেরকম বিপজ্জনক ভাবে কাজ করছেন, তা দেখে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে আবার ঠিকাদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও করেছেন।
একজন লিখেছেন, “জীবিকার প্রয়োজনেই তাঁকে এখানে উঠতে হয়েছে। প্রশংসা করলে বিষয়টাকে খুব ছোট করে দেখা হবে। বরং, তাঁর আইনি সুরক্ষা দরকার। আর তারও আগে তাঁর জীবন বিপন্ন করার জন্য নিয়োগকর্তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া দরকার।”