Latest Viral Video: ইন্টারনেটে এখন যেকোনও অনন্য বিষয়ই ভাইরাল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি এমনই মজার ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে। নিজের বড় মেয়েকে দ্বিতীয় সন্তান (Second Child) আসার কথা জানাচ্ছেন মা। যদিও বড় মেয়ে বয়সে খুবই ছোট। মায়ের কথা শুনে কিছুটা ধাতস্থ হয়ে যা কাণ্ডকারখানা দেখালো সে, তা দেখেই মন মজেছে নেটপাড়ার বাসিন্দাদের। ছোট্ট বোনের সঙ্গে সে কী-কী করতে চায়, তার একটা লিস্ট বানিয়ে ফেলল একরত্তি মেয়ে। ভিডিয়োতে বড় মেয়েটিকে দেখা যাচ্ছে বাড়ির পোষ্য কুকুরের সঙ্গে খেলায় মত্ত। সেই সময় মা এসে তাকে জানাচ্ছেন, সে বড় দিদি হতে চলেছে। তখন বাচ্চাটি বলে সে তো এখনই দিদি। বলেই নিজেদের পোষ্য কুকুর ‘আর্চি’কে দেখায় সে। মা বলেন, এবার আরেকবার সে দিদি হতে চলেছে। সেটি শুনে প্রথমে খানিকটা হকচকিয়ে যায় সে। আর তারপর তার প্রতিকিয়াই নজর কেড়েছে নেটপাড়ার।
ইনস্টাগ্রামে নব্যা থাপিয়ালি নামে একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। মায়ের মুখে দিদি হওয়ার কথা বুঝতে পেরে সে মাকে বলে এবার সে ছোট্ট বোনের দিদি হতে চায়। কারণ ইতিমধ্যেই তার ভাই পোষ্য কুকুর আর্চি রয়েছে। তারপরেই ছোট্ট বোনের সঙ্গে সে কী-কী করতে চায় মাকে জানিয়ে দেয়।
ভিডিয়োয় খুদেটি যখন তার পোষ্যর সঙ্গে খেলায় মত্ত ছিল তখনই সে দিদি হওয়ার সুখবর পায়। প্রথমে খানিকটা বুঝতে না পারলেও কিছুক্ষণ পরেই সে বলে যে ছোট বোনের যত্ন নিতে সে পুরোপুরি প্রস্তুত। ছোট বোনকে একাবারে যত্ন আগলে রাখবে বলেই মা-কে জানায়। মা তাকে প্রশ্ন করেন, সে কী-কী সাহায্য করবে। মেয়েটি সঙ্গে-সঙ্গেই বলে ডায়পার বদলানো থেকে নাওয়ানো-খাওয়ানো সবই ছোট্ট বোনের জন্য করতে সে তৈরি। দু’দিন আগেই এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর পোস্ট হতেই সেটি ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত 1.1 মিলিয়নের বেশি মানুষ ভিডিয়োটি দেখেছেন এবং সঙ্গে 53.2-এর বেশি লাইকও রয়েছে। এমনকী প্রায় 5000-এর বেশি ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। আর পোষ্য ভাইয়ের সঙ্গে বোনের মিষ্টি সম্পর্ক দেখে নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। এত ছোট একটি মেয়ের বিচক্ষণতা, বুদ্ধিমত্তা ও মানবিকতা দেখে অবাক নেটিজেনদের একাংশ। সকলেই ভালবাসা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।