Latest Viral Video: হোটেল, রেস্তোরাঁ ও জনসভায় থুথু ফেলে রুটি (Roti) বানানোর ঘটনা থামার নামই হচ্ছে না। লখনউ, মিরাটের পর আবারও একই ধরনের ঘটনা সামনে এসেছে গাজিয়াবাদে (Ghaziabad)। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে এক মর্মান্তিক ভিডিয়ো (Viral Video)। ভিডিয়োটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার তিলামোদ এলাকার। যেখানে একজন ব্যক্তি থুথু দিয়ে রুটি তৈরি করছেন। উত্তরপ্রদেশে এর আগেও এমন ঘটনা ঘটেছে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে গাজিয়াবাদ পুলিশ (Ghaziabad Police) অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের নাম নাসিরুদ্দিন, বিহারের কিষাণগঞ্জের বাসিন্দা। তিলামোদের মোহন নগর-ওয়াজিরাবাদ সড়কে অবস্থিত পাসোন্ডা গ্রামের একটি হোটেলে থুথু দিয়ে রুটি তৈরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
Ghaziabad | आटे की लोई में थूककर बना रहा था तंदूरी रोटी, वीडियो वायरल होने के बाद की गई कार्रवाई#GhaziabadPolice #TandooriRoti #ViralVideo pic.twitter.com/InrPmOFYTn
— India TV (@indiatvnews) January 20, 2023
এসিপি সাহেবাবাদ পুনম মিশ্রের মতে, ভিডিয়োটি ভাইরাল হতেই অভিযুক্তের বিরুদ্ধে আইপিসি ধারা 269 (সংক্রামক রোগ ছড়ানোর জন্য়) এবং 270 (সংক্রমণ ছড়ানো) এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। এরপর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে সেখান থেকে তাকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
सोशल मीडिया पर थाना टीला मोड़ क्षेत्र का एक वीडियो वायरल हो रहा है जिसमें एक व्यक्ति के द्वारा होटल में थूक लगाकर रोटी बनाई जा रही है। मामले में अभियुक्त तसीरुद्दीन को गिरफ़्तार करके आगे की वैधानिक कार्रवाई की जा रही है: पूनम मिश्रा, ACP, साहिबाबाद, उत्तर प्रदेश pic.twitter.com/beFsqRjvV4
— ANI_HindiNews (@AHindinews) January 20, 2023
তিনি জানান, এ পর্যন্ত জিজ্ঞাসাবাদে আসামি রুটিতে থুথু ফেলার কোনও সুনির্দিষ্ট কারণ জানায়নি। তবে অতীতে আসা মামলার কথা মাথায় রেখে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী,মোহন নগর-ওয়াজিরাবাদ রোডে অবস্থিত পাসাউন্দায় আয়োজিত একটি বিয়ের অনুষ্ঠানের জন্য একটি ক্যাটারিং টিম ভাড়া করেছিলেন। এই ক্যাটারিং টিমের সঙ্গে অভিযুক্ত নাসিরুদ্দিনও এসেছিলেন। তার বাকি সহকর্মীরা অন্যান্য খাবার তৈরি করছিলেন। আর নাসিরুদ্দিন এবং অন্য একজন কর্মচারীকে রুটি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। রুটি বানানোর সময় অভিযুক্ত বারবার রুটিতে থুথু ফেলছিল। এই অনুষ্ঠানে আসা এক অতিথি পুরো ঘটনার ভিডিয়ো করেন। আর নিমেষেই এই ভিডিয়োটি ভাইরাল হয়ে যায়। রুটিতে থুথু ফেলার ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও গাজিয়াবাদের মোদীনগরে এমনই একটি ঘটনা সামনে এসেছিল। একই সময়ে, মীরাট এবং লখনউতে থুথু দিয়ে রুটি করার অনেক ঘটনা সামনে এসেছে।