Bhikharam’s Address Viral Post: এই ডিজিটাল যুগে মানুষ ঘরে বসে অনলাইন শপিং (Online Shopping) করে যেকোনও কিছু অর্ডার করতে পারে। তা সেটা খাবার হোক বা জামাকাপড় আপনার প্রয়োজনের যে কোনও জিনিস। যার জন্য আপনাকে অ্যাপে আপনার ঠিকানা লিখতে হবে এবং ডেলিভারি বয় সেই ঠিকানায় এসে জিনিস ডেলিভার করবে। ফলে ডেলিভারি বয় হওয়া মোটেই সহজ কাজ নয়। ঝড়-জল-বৃষ্টি হোক, কিংবা বৈশাখের ওই প্রচণ্ড গরম। তাঁদের সময় মতোই জিনিস পৌঁছে দিতে হয় বাড়িতে বাড়িতে। আর এমন একটি কঠিন কাজকে এক ব্যক্তি অনেক সহজ করে তুলতে চেয়েছেন। ভাবছেন তো কীভাবে? জানলে আপনার হাসি থামবে না। এমনই এক ঘটনা সামনে এসেছে রাজস্থানের যোধপুর থেকে। ফ্লিপকার্টের ডেলিভারি বয়ের (Delivery Boy) যাতে বাড়িতে জিনিস পৌঁছাতে একটুও সমস্যা না হয় সেই জন্য ঠিকানাটি (Address) এমন ভাবে লিখেছেন যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়ে যায়। শুধুই ঠিকানা লেখেননি, সঙ্গে কীভাবে কোন রাস্তা হয়ে যেতে হবে সব। আর এখানেই শেষ নয়। এমনকি বাড়ির দরজার রংটিও উল্লেখ করে দিয়েছেন ঠিকানায়। যাতে ডেলিভারি বয়ের পক্ষে সেই ব্য়ক্তির বাড়ি খুঁজে পাওয়া আরও সহজ হয়ে পড়ে।
Delivery wala marte dam tak iska address yaad rakhega ?? pic.twitter.com/qaeDaOMWHY
— Nishant ?? (@Nishantchant) January 13, 2023
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, ভিখারাম নামে এক ব্যক্তি ‘ফ্লিপকার্ট’ থেকে কিছু জিনিসের অর্ডার দিয়েছিলেন। যার উপর রাজস্থানের যোধপুরের ঠিকানা লেখা। শুধুই ঠিকানা নয়, বিস্তারিতভাবে লেখা আছে “ভিখারাম, হরি সিং নগর। গিলাকোর গ্রামে ঢুকে 1 কিলোমিটার হেঁটে এলে ডান পাশে তার খামারের গেট পরবে। খামারে একটি লোহার গেট আছে। কাছাকাছি একটি ছোট গেটও রয়েছে এবং গেটের কাছে কালো দরজার ছিটকিনি রয়েছে। সেখানে এসে ফোন করুন। আমি এগিয়ে আসব।” এই দেখে অধিকাংশ নেটিজ়েনদের হাসি থামাতে পারেননি।
এই ঠিকানা সহ একটি পার্সেলের এই ছবিটি 13 জানুয়ারি নিশান্ত নামে একজন টুইটার ব্যবহারকারী টুইটারে পোস্ট করেছিলেন। পোস্টের ক্যাপশনে লিখেছেন, “ডেলিভারি বয় মৃত্যুর আগে পর্যন্ত তার এই ঠিকানাটি মনে রাখবেন।” পোস্টের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝরের বেগে ভাইরাল হয়েছে এই ছবিটি। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ লিখেছেন, “একবার আমিও এমন করে ঠিকানে লিখে দেখবো যদি ডেলিভারি বয়ের কিছু সুবিধা হয়।” আর এক ব্য়ক্তি লিখেছেন, “ডেলিভারি বয়ের যাতে কোনও অসুবিধা না হয় সেই জন্য় উনি কত ভেবেছেন।”