Viral Video: পোষ্য কুকুরছানাকে ব্যাগের ভিতর রেখে ট্রেন সফরে ব্যক্তি, কিউট ভিডিয়ো এখন খুব ভাইরাল

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jan 20, 2023 | 12:17 PM

Puppy In Backpack: ব্যাগের ভিতর পোষ্য কুকুরছানাকে নিয়ে ট্রেনে সফর করতে দেখা গেল এক ব্যক্তিকে। তার সেই ভিডিয়োও খুব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখুন একবার।

Viral Video: পোষ্য কুকুরছানাকে ব্যাগের ভিতর রেখে ট্রেন সফরে ব্যক্তি, কিউট ভিডিয়ো এখন খুব ভাইরাল

Follow Us

মন ভাল নেই? তাহলে আপনার জন্য একটি কিউট ভিডিয়ো রয়েছে। আপনার মুখে হাসি ফোটাতে পারে যে পোষ্য কিউট কুকুর, তারই একটি মিষ্টি ভিডিয়ো নিয়ে হাজির হয়েছি আমরা। সত্যি করেই কুকুরছানার ভিডিয়ো মন ভাল করে দিতে পারে। আপনার বাড়িতে পোষ্য কুকুর থাকলেও মনটা আপনার সবসময়ই ফুরফুরে থাকবে। সত্যি কথা বলতে গেলে কী, পোষ্যদের থেকে ভাল থেরাপি এই দুনিয়ায় আর কিছু নেই। সোশ্যাল মিডিয়ায় আপনি অন হলেই দেখতে পাবেন, বুদ্ধিমান কুকুর আর কুকুরছানাদের ভিডিয়োতে ভরপুর। এবার এমনই একটা ভিডিয়ো দেখা গেল, যেখানে ট্রেনে সফর করছে একটি কিউট কুকুরছানা। কীভাবে?


আসলে ওই কুকুরছানাটি তার বন্ধুর ব্যাকপ্যাকে ঘুরতে বেরিয়েছে। সেই ব্যক্তিই ব্যাকপ্যাকে তাঁর আদরের পোষ্যকে বসিয়ে বেরিয়ে পড়েছেন ট্রেনে সফর করতে। আর ট্রেনের বাকি যাত্রীরা হাঁ হয়ে দেখছেন সেই কাণ্ড। সেই অবাক হয়ে গিয়েছেন। কেউ আবার হাসিতে ফেটে পড়েছেন।

ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “শুদ্ধ ভালবাসা”। ইনস্টাগ্রামে পেট টাউন নামক একটি পেজ থেকে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই কুকুরছানা এবং ব্যক্তি দুজনকেই দেখা গেল ট্রেনে ঘুমিয়ে পড়তে। কিছুক্ষণের মধ্যে ওই কুকুরছানাটি জেগে উঠলেও লোকটি কিন্তু ঘুমোতেই থাকে। সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষই এই আশ্চর্যজনক মুহূর্তের সম্মুখীন হয়ে অবাক হয়েছেন।

এই ভিডিয়োটি এতটাই ভাইরাল হয়েছে যে, অল্প সময়ের মধ্যেই তার ভিউ 21 মিলিয়ন ছাপিয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে একজন মন্তব্য করেছেন, “আপনি বড় মনের মানুষ ভাই।” আর একজন যোগ করেছেন, “আপনার মন এতটা বড় বলেই পোষ্যকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়েছেন।”

Next Article