Viral Video: ভাইরাল হওয়ার আশায় স্টেশনে ঝুঁকিপূর্ণ স্টান্ট যুবকের, ধরে নিয়ে গেল RPF

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jul 13, 2023 | 2:00 PM

Latest Viral Video: সোশ্যাল মিডিয়ায় RPF-এর অ্যাকশন নিয়ে নেটিজেনদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। কেউ বলছেন গ্রেফতার করা উচিত হয়নি। আর কেউ বলছেন একেবারেই উচিত কাজ করেছে পুলিশ।

Viral Video: ভাইরাল হওয়ার আশায় স্টেশনে ঝুঁকিপূর্ণ স্টান্ট যুবকের, ধরে নিয়ে গেল RPF

Follow Us

Viral Video Today: বর্তমানে ভাইরাল হওয়ার জন্য মানুষ যে কোনও জায়গায় রিল তৈরি করছে। রেলওয়ে প্ল্যাটফর্ম, মন্দির এবং রাস্তা ছাড়াও এমন অনেক জায়গায় ভিডিয়ো করছে, যেখানে ভিডিয়ো করা বা ছবি তোলা বারন। আর প্রায় প্রতিদিনই মেট্রোর কোনও না কোনও ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যা নিয়ে বিতর্কও হচ্ছে। এ ধরনের ঘটনায় অনেক সময় ব্যবস্থাও নেওয়া হয়েছে। এরপরও মানুষ একটুও সচেতন হয়নি। ফের এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনার চোখ কপালে উঠবে। আর সেই ভাইরাল হওয়া রিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিতর্ক চলছে। এক ব্যক্তি রেলস্টেশনে স্টান্ট করেছে, যার ফলে তার কেন্দ্র করে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে RPF। সোশ্যাল মিডিয়ায় RPF-এর অ্যাকশন নিয়ে নেটিজেনদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। কেউ বলছেন গ্রেফতার করা উচিত হয়নি। আর কেউ বলছেন একেবারেই উচিত কাজ করেছে পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োটি বিহারের গয়া জেলার মানপুর জংশনের। এখানে রেলের প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে স্টান্ট করতে দেখা গিয়েছে। আসলে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা গাড়ির সামনেই স্টান্ট করতে শুরু করেন এই ব্যক্তি। এরপরই ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।


এখন আরপিএফ-এর এই পদক্ষেপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হয়েছে। যদিও অনেক ব্যবহারকারী এই পদক্ষেপের RPF-এর প্রশংসা করেছেন, কিছু ব্যবহারকারী এর সমালোচনাও করেছেন। এই অ্যাকশনে একজন ব্যবহারকারী লিখেছেন, “RPF ভুল গ্রেপ্তার করেছে। কেউ মেধার কদর করছে না।” অন্য একজন ব্যবহারকারী লিখেছেন যে, “একদম ঠিক করেছে পুলিশ। নাহলে এভাবে মানুষ যেখানে সেখানে রিল বানাতেই থাকবে।”

Next Article