Viral Video: সিংহের হাত থেকে বাঁচাতে শাবকদের গোল করে ঘিরে নিল হাতিরা, ভাইরাল বিরল ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jul 13, 2023 | 1:19 PM

Latest Viral Video: ভিডিয়োটি শেয়ার করার পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এটি কয়েক ঘন্টার মধ্যে 1.23 লক্ষেরও বেশি ভিউ হয়েছে। প্রায় 5000 মানুষ লাইক করেছেন এবং হাজার হাজার মানুষ রিটুইট করেছেন। প্রচুর মানুষ এতে কমেন্টও করেছেন।

Viral Video: সিংহের হাত থেকে বাঁচাতে শাবকদের গোল করে ঘিরে নিল হাতিরা, ভাইরাল বিরল ভিডিয়ো

Follow Us

Viral Video Today: মা তো মা-ই হয়। সে মানুষ হোক বা পশু। শিশুদের ওপর কোনও ধরনের বিপর্যয় এলে মা-ই সবার প্রথমে রক্ষা করতে ছুটে যায়। তার অনেক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে কতগুলি হাতিকে তাদের বাচ্চাদের রক্ষা করতে দেখা যাচ্ছে। তাদের এলাকায় সিংহ আসতেই সঙ্গে সঙ্গে ঘিরে ফেলল বাচ্চদের, যাতে কোনওভাবেই সিংহ কাছে না আসতে পারে। ভিডিয়োটি শেয়ার করেছেন একজন আইএফএস অফিসার। আর সেই ভিডিয়ো পোস্ট হতেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। ভিডিয়োটি না দেখলে বুঝবেন না।

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা (IFS Susanta Nanda) এই ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, “সিংহকে দেখে হাতিরা তাদের ছোট বাচ্চাদের রক্ষা করতে চারপাশ ঘিরে ফেলে। জঙ্গলে হাতির পাল ছাড়া আর কোনও প্রাণীই এটা করতে পারে না।” ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, সিংহের গর্জন শোনার সঙ্গে সঙ্গেই হাতিদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়। তারা শিশুদের দিকে ছুটে যায়। আর তাদের ঘিরে ফেলে। যতক্ষণ না সিংহ সেখান থেকে চলে যা, তারা ওভাবেই দাঁড়িয়ে থাকে। ভিডিয়োটি দেখে নেটিজ়েনদের চোখ কপালে উঠেছে।


ভিডিয়োটি শেয়ার করার পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এটি কয়েক ঘন্টার মধ্যে 1.23 লক্ষেরও বেশি ভিউ হয়েছে। প্রায় 5000 মানুষ লাইক করেছেন এবং হাজার হাজার মানুষ রিটুইট করেছেন। প্রচুর মানুষ এতে কমেন্টও করেছেন। কেউ কমেন্টে লিখেছেন, “হাতিকে এমনিতেই সবথেকে বুদ্ধিমান প্রাণীদের তালিকায় রাখা হয়।” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, “তারা মা হওয়াকর ভূমিকা পালন করেছে।”

Next Article