Viral Video Today: দিল্লি মেট্রোর কোনও না কোনও ভিডিয়ো প্রায় প্রতিদিনই ভাইরাল হচ্ছে। আর তা যাত্রীদের কাছে ক্রমাগত বিরক্তির কারণ হয়ে উঠছে। কখনও কাউকে মেট্রোর ভিতর নাচতে দেখা যাচ্ছে, আবার কখনও বাঁদক ঢুকে পড়ছে। শুধু তাই নয়, দম্পতিদের চুম্বনের অনেক ভিডিয়োও ভাইরাল হয়েছে। লোকেরা নিজেদের ভাইরাল করার জন্য দিল্লি মেট্রোকেই তাদের ঘাঁটি বানিয়েছে। মেট্রো ম্যানেজমেন্টের নির্দেশনা সত্ত্বেও, ফের একবার সামনে এল দিল্লি মেট্রো থেকে মেয়ের নাচের ভিডিয়ো। মেট্রোর প্ল্যাটফর্মকেই নাচের মঞ্চ বানিয়ে নাচতে দেখা যায় একটি মেয়েকে। ভিডিয়োটি দেখলে আপনি হাসি থামিয়ে রাখতে পারবেন না।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োটি ভায়োলেট লাইন মেট্রোর। এখানে দেখা যাচ্ছে, একটি মেট্রো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। তার ভিতর থেকে নাচতে নাচতে বেরিয়ে আসে একটি মেয়ে। মেয়েটির অদ্ভুত রকম নাচ দেখে আপনিও হেসে উঠবেন। এই মেয়েটি মেট্রো থেকে নেমে প্ল্যাটফর্মের চারপাশে নাচতে শুরু করে, আর তার পাশ থেকেই যাত্রীরা যেতে থাকেন। অন্য একজন তার এই নাচটি ভিডিয়োটি করে।
এই ভিডিয়োটি 14 সেকেন্ডের, যাতে মেয়েটিকে বারবার ক্যামেরার সামনে নিজেকে ফোকাস করার জন্য অদ্ভুত নাচের স্টেপ করতে দেখা যাচ্ছে। ভিডিয়োটি এখনও পর্যন্ত প্রচুর শেয়ার হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “ভাইরাল হওয়ার জন্য মানুষ এখন কত কী-ই না করছে।” আরও এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে কমেন্টে লিখেছেন,”রেলের উচিত এদের যথাযত শাস্তি দেওয়া। নাহলে রিল বানানোর জন্য বাকি যাত্রীদের সমস্যায় পড়তে হবে।” ভিডিয়োটিতে এখনও পর্যন্ত অনেক লাইক আর ভিউ হয়েছে।