Viral Video: ধোঁকা দিল পোষ্য বিড়াল! আচমকা হামলা চালাল মালিকের উপর, তারপর যা কাণ্ড হল…

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jul 12, 2023 | 5:10 PM

Latest Viral Video: ভিডিয়োটি এখনও পর্যন্ত 31.7 মিলিয়ন মানুষ দেখেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি বিড়াল তার মালিককে কামড়াতে যাচ্ছা। সে বারবার তার মালিকের পিছনে দৌড়াচ্ছে, কিন্তু তার মালিক প্রতিবারই পালিয়ে যাওয়ার চেষ্টা করেও পারছে না।

Viral Video: ধোঁকা দিল পোষ্য বিড়াল! আচমকা হামলা চালাল মালিকের উপর, তারপর যা কাণ্ড হল...

Follow Us

Viral Video Today: আজকাল অনেকেই বাড়িতে পোষ্য রাখেন। বাড়ির বাকি সদস্যদের মতোই সোই পোষ্যকে রাখা হয়। তাদের সঙ্গে বিভিন্ন রকম খেলা, মজা করার অনেক ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কিন্তু বর্তমানে এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা সম্পূর্ণ উল্টো। ভিডিয়োয় একটি বিড়ালকে বিনা কারণে তার মালিককে আক্রমণ করতে দেখা যাচ্ছে। আর সেই বিড়ালের থেকে পালানোর চেষ্টা করছে মালিক। কোনও কারণ ছাড়াই কেন হঠাৎ এমন করে বসল, তাই বোঝা গেল না। বিড়ালটি ক্রমাগত তাঁর দিকে ছুটে দিয়ে ঝাপিয়ে পড়ার চেষ্টা করছে। অবশেষে কোনও উপায় না পেয়ে মালিক এমন কিছু করে বসল, যা আপনি ভাবতেও পারবেন না। ভিডিয়োটি না দেখতে বুঝবেন না।

ভিডিয়োটি এখনও পর্যন্ত 31.7 মিলিয়ন মানুষ দেখেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি বিড়াল তার মালিককে কামড়াতে যাচ্ছা। সে বারবার তার মালিকের পিছনে দৌড়াচ্ছে, কিন্তু তার মালিক প্রতিবারই পালিয়ে যাওয়ার চেষ্টা করেও পারছে না। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিড়ালের মালিক ঘরে কিছু একটা রাখছেন। তখন সেখানে হঠাৎই বিড়ালটি তাকে আক্রমণ করে। বিড়ালটি প্রথমে তার মালিকের পায়ে আক্রমণ করলেও মালিক বেঁচে যায় এবং হেঁটে বিড়ালটিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু তারপরে বিড়ালটি আরও রেগে যায়, আর তাকে কামড়াতে শুরু করে। শেষে মালিক পালাতে ঘরের ভেতরে ঢুকলে বিড়ালও পেছন থেকে ঘরে ঢুকে পড়ে।


অবেশেষে মালিক ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু বিড়ালটি এতটাই রেগে যায় যে দরজায় ধাক্কা দিতে থাকে। তারপর হঠাৎ বিড়াল দেখে ঘরের দরজা সামান্য খোলা, তারপর বিড়ালটি ভিতরে ঢুকে যায়। এর পর মালিক আবার ভয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। সেখানে একজন মহিলাও উপস্থিত রয়েছেন যিনি বারবার তাকে বিড়াল থেকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু বিড়ালটিকে কিছুতেই থামাতে পারেন না। ভিডিয়োটি ভাইরাল হতেই অধিকাংশ নেটিজেন হাসি চেপে রাখতে পারেননি। অনেকে অনেক কমেন্টও করেছেন ভিডিয়োয়। এখনও পর্যন্ত প্রচুর লাইক ও শেয়ার করা হয়েছে।

Next Article