Latest Viral Video: মাঝে মাঝে জঙ্গলের রাজার শক্তির সামনে দুর্বল হয়ে পড়ে হাতিও। তাই সিংহকে দেখে মানুষ হোক কিংবা জঙ্গলের অন্য় কোনও পশু উভয়ই পথ পরিবর্তন করে। চিড়িয়াখানায়ও (Zoo) সিংহের কাছাকাছি যাওয়ার সাহস দেখান না কেউই। তাও এমন অনেক ভিডিয়ো সামনে আসে, যেখানে কেউ কখনও সিংহের (Lion) গলায় মালা দিতে যায়, আবার কেউ সিংহের সঙ্গে ছবি তুলতে যায়। কিন্তু তার পরিণতি যে কতটা খারাপ হতে পারে, যার সঙ্গে হয়েছে সে-ই জানে। জ্যামাইকার সান্তা ক্রুজে অবস্থিত একটি চিড়িয়াখানার ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়েছে, যেখানে এক ব্য়ক্তি সিংহের খাঁচায় আঙুল ঢুকিয়ে তাকে রাগানোর চেষ্টা করছিল। আর সিংহটি তার ব্য়বহারে অত্য়ন্ত রেগে যাচ্ছিল। কিছুক্ষণ পর সেই স্য়ক্তির হাত খাঁচায় আটকে যায়, আর তারপরেই সিংহটি তার আঙুল ধরে ফেলে। হাজারও চেষ্টা করে ছাড়াতে পারেননি। তারপরে সিংহটি সেই ব্য়ক্তির অবস্থা যা করল, তা দেখে আপনি শিউড়ে উঠবেন।
ভিডিয়োটি টুইটারে @HasnaZarooriHai নামের একটি পেজ থেকে পোস্ট করা হয়েছে। 28 সেকেন্ডের ক্লিপে দেখা যাচ্ছে, লাল শার্ট ও কালো টুপি পরা একজন ব্যক্তি সিংহের খাঁচার বাইরে দাঁড়িয়ে খাঁচার মধ্য়ে হাত ঢোকাচ্ছেন। কিছু লোক তাকে দেখছে আর তার ভিডিয়ো করছে। এ দৃশ্য দেখে সবাই বেশ মজাই পাচ্ছেন। সিংহও গর্জন করে ব্যক্তিকে সতর্ক করে দিচ্ছে যে, সে ভুল করছে। কিন্তু বাকি মানুষেরা তাকে সরে যেতে বলছেন না। লোকটি সিংহের গর্জন উপেক্ষা করে এবং তার মুখ স্পর্শ করতেই সিংহটি রেগে যায় আর তার সেই ব্যক্তির আঙুল ধরে ফেলে। অনেকক্ষণ ধরে চেষ্টা করেও আঙ্গুল ছাড়িয়ে নিতে পারেননি। তারপরেই তার আঙুল কেটে খাঁচায় পড়ে যায়। আর সেই ব্য়ক্তি ছিটকে পড়ে।
लोए लग गए
?????? pic.twitter.com/TX1X7pvcn6— Hasna Zaroori Hai ?? (@HasnaZarooriHai) March 7, 2023
এখনও পর্যন্ত ভিডিয়োটিতে 17 হাজারেরও বেশি ভিউ ও 700-র বেশি লাইক হয়েছে। এছাড়াও, অনেকেই কমেন্ট করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, “যারা ওখানে দাড়িয়ে ভিডিয়ো করছিলেন, তাদের অনেক আগেই বারন করা উচিত ছিল। তাহলে এমন পরিণতি হত না।”