Monkey Plays With Cobra: জঙ্গলের কত ঘটনাই আমাদের নজরে আসে না। ডিসকভারি বা অ্যানিম্যাল প্ল্যানেটের দৌলতে জঙ্গলের যে পরিচিত ছবি আমাদের নজরে আসে, সাধারণত তা শক্তিশালী কোনও প্রাণীর অপেক্ষাকৃত দুর্বলকে আঘাত করার ঘটনা। কিন্তু সেই জঙ্গলেই তো আবার পশু-প্রাণীদের খুনসুটির ঘটনাও ঘটে। সেরকমই একটা ঘটনা সম্প্রতি আমাদের নজর ঘুরিয়ে দিয়েছে। লোকালয়েরই কোনও এক গাছে সেই অবিশ্বাস্য কাণ্ড ঘটে গেল। সেখানে ধরা পড়েছে গাছের মগডালে বসে থাকা একটি বাঁদর এবং নিচে থাকা একটি কিং কোবরার এনকাউন্টারের দৃশ্য। ব্যাপক ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
কিং কোবরা দ্ব্যর্থহীনভাবে এই দুনিয়ার সবথেকে শক্তিশালী সরীসৃপ। জনপ্রিয় বাংলা ছবির ডায়লগ ধার করে সেই সাপ সম্পর্কে একথা বলতেই হয়, তাদের ‘এক ছোবলেই ছবি।’ কিন্তু এই ভিডিয়োতে যা দেখা গেল, তা সত্যিই অবাক করার মতো। সাপকে ভয় পায় না, এমন প্রাণী খুঁজে পাওয়া সত্য়িই দুষ্কর। কিন্তু এখানে একটি বাঁদরকে ওই বিরাট কিং কোবরার সঙ্গে যা করতে দেখা গেল, তা সত্যিই অবাক করার মতো।
ফুটেজটিতে দেখা গেল, গাছের উঁচু একটি ডালে বসেছিল বাঁদরটা। তার কিছুটা নিচেই এসে বসে বড় এই সাপটি, যা সাপের নজর এড়ায়নি। বাঁদরটি তখন অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে সাপের লেজ টেনে ধরে। তারপর যেন সাপটিকে ধরে ঠিক খেলনার মতোই ব্যবহার করে বাঁদরটি। দেখে মনে হবে, বাঁদরটা যেন আশ্চর্যজনক ভাবে সাপটিকে বশীভূত করে ফেলেছে। সাপটিও ওই বাঁদরের কার্যকলাপ সহ্য করে গেল শুরু থেকে শেষ পর্যন্ত।
Dev Shrestha নামের এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী এই ভিডিয়োটি শেয়ার করেছেন। প্রচুর মানুষ এই ভিডিয়ো দেখেছেন, কমেন্টও করেছেন অনেকে। একজন বললেন, “বাঁদরটা খুব সাহসী ঠিকই। অথবা সম্ভাব্য বিপদ সম্পর্কে সে কোনও ধারণাই করতে পারেনি।” কেউ কেউ আবার বাঁদর ও কিং কোবরার এই দুঃসাহসিক এনকাউন্টারকে ‘মহাকাব্যিক যুদ্ধ’ বলেও অভিহিত করেছেন। কেউ কেউ বাঁদরের সাহস ও দৃঢ়তার প্রশংসা করেছেন। একজন দর্শক বললেন, “বাঁদরটা দারুণ লড়াই করে দেখাল!”