Optical Illusion: টুপি পরে থাকা লোকটার ছবিতেই রয়েছে 1 থেকে 9 পর্যন্ত সব সংখ্যা, খুঁজে পেলেন?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Nov 02, 2023 | 11:37 PM

Optical Illusion Find Numbers: ছবিতে লুকিয়ে রয়েছে অজস্র সংখ্যা। সকৌশলে সেই সংখ্যাগুলি ছদ্মবেশ ধারণ করে রয়েছে এই ছবির ভিতরে। তার ক্রেডিটটা নিয়ে নেবেন এই ছবি যিনি এঁকেছেন, তিনি। মুখের প্রতিটা বৈশিষ্ট্য, টুপি থেকে নাক, চোখ থেকে কান পর্যন্ত, সংখ্যাসূচক প্রতীকগুলি থেকে সাবধানতার সঙ্গে তৈরি করা হয়েছে। হাতের কাজ: এই সমস্ত লুকানো সংখ্যা উন্মোচন এবং গণনা করা।

Optical Illusion: টুপি পরে থাকা লোকটার ছবিতেই রয়েছে 1 থেকে 9 পর্যন্ত সব সংখ্যা, খুঁজে পেলেন?
সংখ্যাগুলি খুঁজে পেলেন?

Follow Us

Find Numbers: ডিজিটাল যুগে প্রতিদিন আমাদের নজরে আসে এমনই কিছু ধাঁধা, যা বিনোদনের সীমানা ছাড়িয়ে আমাদের নিয়ে যায় ভাবনা-চিন্তার জগতে। সেরকমই একটা ছবি দেখে নেটপাড়ার লোকজন একপ্রকার বিমোহিত। মানুষের দৃষ্টিশক্তি এবং বুদ্ধিমত্তা কতটা তীক্ষ্ণ হতে পারে, পরিষ্কার করে দিয়েছে সেই ছবি। সেই ছবিই এখন ব্যাপক ভাইরাল, যার রহস্য উদঘাটনে উঠে-পড়ে লেগেছেন আট থেকে আশি সকলেই।

এই ছবিটি আসলে একপ্রকার ভিজ়ুয়াল প্যারাডক্স। আপাত দৃষ্টিতে ছবিটি দেখে আপনার মনে হতে পারে, টুপি পরিহিত এক ব্যক্তির মুখ। আদতে কিন্তু তা নয়। ছবিটি আপনি যদি একটু খুঁটিয়ে লক্ষ্য করেন, তাহলেই বুঝবেন আসল ব্যাপারটা।

ছবিতে লুকিয়ে রয়েছে অজস্র সংখ্যা। সকৌশলে সেই সংখ্যাগুলি ছদ্মবেশ ধারণ করে রয়েছে এই ছবির ভিতরে। তার ক্রেডিটটা নিয়ে নেবেন এই ছবি যিনি এঁকেছেন, তিনি। মুখের প্রতিটা বৈশিষ্ট্য, টুপি থেকে নাক, চোখ থেকে কান পর্যন্ত, সংখ্যাসূচক প্রতীকগুলি থেকে সাবধানতার সঙ্গে তৈরি করা হয়েছে। হাতের কাজ: এই সমস্ত লুকানো সংখ্যা উন্মোচন এবং গণনা করা।


এতো না হয় গেল শিল্পীর হাতের কাজ। বাকি কাজটা এবার আপনাকেই করতে হবে একটু মাথা খাটিয়ে, আর দৃষ্টিশক্তি কাজে লাগিয়ে। এই বিশেষ ধাঁধাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে সংখ্যাগুলি। এটির মধ্যে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার সম্পূর্ণ সেট লুকিয়ে রয়েছে।

ছবিটি শেয়ার হওয়ার পর থেকেই প্রচুর মানুষের মনোযোগ অর্জন করেছে। ছবির ভিউ প্রায় 30,000 ছাপিয়ে গিয়েছে এবং কৌতূহলী দর্শকরা অনেক রকম গেস করেছেন। অনেকেই এই ছবিটির মধ্যে থেকে সুকৌশলে লুকিয়ে থাকা সংখ্যাগুলি খুঁজে পেয়েছেন। এবার আপনি একবার চেষ্টা করে দেখুন।

Next Article