Viral Video: দোকানদার না রাক্ষস? চিল চিৎকারে তরমুজ-পেঁপে বেচে ভাইরাল এই ব্যক্তি

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Mar 03, 2023 | 7:45 AM

Unique Fruits Seller: তারা সাধারণত উচ্চস্বরে বলেন যে 'ফল নাও, সবজি নাও', তবে কিছু দোকানদারের পদ্ধতিও কিছুটা আলাদা। তাকে তার নিজস্ব স্টাইলে ফল এবং সবজি বিক্রি করতে দেখা যায়। আজকাল এমনই এক দোকানদারের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যা দেখে আপনি অবাক হবেন।

Viral Video: দোকানদার না রাক্ষস? চিল চিৎকারে তরমুজ-পেঁপে বেচে ভাইরাল এই ব্যক্তি

Follow Us

Latest Viral Video: রাস্তায় চলতে চলতে অনেক বিক্রেতাকেই দেখা যায়, যারা নিজেদের স্টাইলে জিনিসপত্র বিক্রি করেন। কেউ গান গেয়ে, আবার কেউ কবিতা বলে। আর সেই সব ভিডিয়োগুলি ভাইরাল (Viral Video) হয় সোশ্য়াল মিডিয়ায় (Social Media)। বিক্রেতাদের এমন গান-কবিতা বা মজার ছলে কিছু লাইন বলে জিনিস বিক্রি করার স্টাইল যেকোনও মানুষকে মুগ্ধ করে। যাঁরা ফল ও সবজি বিক্রি করেন তাঁদের দেখা যায় সর্বত্র। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্রেতারা ফল-সবজির গাড়ি নিয়ে রাস্তা থেকে অলিতে-গলিতে, পাড়া-মহল্লায় ঘুরে বেড়ান। আপনার এলাকায় ফল ও শাকসবজি বিক্রি করে এমন অনেক লোক আছে। তারা সাধারণত উচ্চস্বরে বলেন যে ‘ফল নাও, সবজি নাও’, তবে কিছু দোকানদারের পদ্ধতিও কিছুটা আলাদা। তাকে তার নিজস্ব স্টাইলে ফল এবং সবজি বিক্রি করতে দেখা যায়। আজকাল এমনই এক দোকানদারের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যা দেখে আপনি অবাক হবেন। এমনকি আপনি ভয়ও পেতে পারেন।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ব্যক্তি খুব অদ্ভুত উপায়ে ফল বিক্রি করছেন। তিনি ফলগুলিকে কেটে, তারপর হাতে নিয়ে চিৎকার করছেন। আপনি প্রথমে তার এমন করা দেখে চমকে উঠবেন। তারপরে দেখবেন তিনি একটি থালা নিয়ে নিজের মাথায় মারতে থাকেন এবং জোরে চিৎকার করতে থাকেন। তরমুজটা কেটে দু’হাতে ধরে রাক্ষসের মত চিৎকার করেন। তিনি একটি ছুরি দিয়ে পাকা পেঁপে কাটেন এবং আবার একইভাবে চিৎকার শুরু করেন। এমন অদ্ভুত উপায়ে ফল বিক্রি করতে আপনি কমই দেখেছেন। একবার ভাবুন দোকানদার যদি এমন করেন, তাহলে ক্রেতারা ভয় পেতে বাধ্য়।

এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইন্সটাগ্রামে mixfood_hunter নামের একটি অ্য়কাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। যা এখনও পর্যন্ত 9.7 মিলিয়ন ভিউ হয়েছে। আর 4 লাখ 30 হাজারেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন। একই সঙ্গে ভিডিয়োটি দেখে বিভিন্ন কমেন্টও করেছেন নেটিজ়েনরা। কেউ বলছেন, “আমার রেস্টুরেন্টে এমন একটি লোক দরকার।” আবার কেউ লিখেছেন, “এমন ফল বিক্রেতা আমি আগে কখনও দেখিনি।”

Next Article