Viral Video: প্রবল ঝড়ের মধ্যে বাবার ছোট্ট দোকান বাঁচানোর চেষ্টা খুদের, চোখ ভিজল সকলের

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

May 18, 2023 | 11:38 AM

Latest Viral Video: ঝড়ে উড়ে যাচ্ছে তির্পল। সেই তির্পলকেই শক্ত করে ধরে রেখেছে সেই খুদে। কখনও হাওয়ায় চেয়ার উড়ে দূরে গিয়ে পড়ছে, আবার কখনও তির্পল উড়ে যাচ্ছে। কিন্তু তাতে কী! সব একা হাতে সামলে নিতে পারে সে।

Viral Video: প্রবল ঝড়ের মধ্যে বাবার ছোট্ট দোকান বাঁচানোর চেষ্টা খুদের, চোখ ভিজল সকলের

Follow Us

Viral Video Today: পরিস্থিতির সঙ্গে সঙ্গে মানুষ অনেক দায়িত্ব নিতে শিখে যায়। সে যে কোনও বয়সেই হোক না কেন। সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি ছোট্ট বাচ্চার আচরণ দেখলে আপনি চমকে উঠবেন। 30 সেকেন্ডের এই ক্লিপটি হাজার হাজার নেটিজ়েনের নজর কেড়েছে। প্রবল ঝড়ে একটি শিশু তার মাকে সাহায্য করার চেষ্টা করছে। তার বাবার তৈরি ছোট্ট দোকানে কোনওভাবেই ক্ষতি হতে দেবে না। তার যত রকম প্রচেষ্টা হয়, সবটাই সে করছে। ঝড়ে উড়ে যাচ্ছে তির্পল। সেই তির্পলকেই শক্ত করে ধরে রেখেছে সেই খুদে। কখনও হাওয়ায় চেয়ার উড়ে দূরে গিয়ে পড়ছে, আবার কখনও তির্পল উড়ে যাচ্ছে। কিন্তু তাতে কী! সব একা হাতে সামলে নিতে পারে সে। ভিডিয়োয় খুদেকে দেখলে আপনার অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকবে না।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি খোলা মাঠে দোকান রয়েছে। আর প্রবল বেগে হাওয়া বইছে। বলা যেতে পারে ঝড় উঠেছে। দোকানের সব কিছু এদিক ওদিক গিয়ে উড়ে পড়ছে। কোনওভাবেই সামলানো যাচ্ছে না। একদিকে খুদের মা সব দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করছেন। আর অন্যদিকে সেই খুদে চেষ্টা করছে, যাতে কোনওভাবে কিছু ক্ষতি না হয়। হাওয়ায় একটি তির্পল উড়ে যেতেই সে সেটিকে ধরে রাখার চেষ্টা করে। আর তারমধ্যেই একটি চেয়ারও উড়ে যায়। সেটিকে তুলে আনার জন্য সঙ্গে সঙ্গে ছুট লাগালো। ভারী চেয়ারটিকে কোল পাঁজা করে আনার চেষ্টা করতে লাগল। এই দৃশ্য আপনাকে হতবাক করবে।


এই ভিডিয়োটি 17 মে টুইটার ব্যবহারকারী ‘অজয় রাজ’ (@Ajayraj___420) পোস্ট করেছেন এবং লিখেছেন, “একটি ছোট শিশু তার বাবার দোকানকে ঝড়ের হাত থেকে বাঁচাচ্ছে। সে পুত্র হওয়ার দায়িত্ব পালন করছে।” শেয়ার করার পর থেকে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। অনেকে লাইকও করেছেন। এখনও পর্যন্ত সাত লাখের বেশি ভিউ ও 27 হাজারের বেশি লাইক পেয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়। কেউ বলেছেন, “ছোট বয়সেই অনেক দায়িত্ব নিতে শিখে গিয়েছে।”

Next Article