Optical Illusion: এই পাথুরে ঢিপিতে লুকিয়ে রয়েছে একটা কাঠবেড়ালি, দেখুন তো খুঁজে পান কি না

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 03, 2022 | 7:27 PM

Squirrel Hidden In This Picture: এই ছবির মধ্যে লুকিয়ে রয়েছে একটা কাঠবেড়ালি। ছোট্ট সেই প্রাণীটাকেই আপনাকে খুঁজে বের করতে হবে। চেষ্টা করে দেখুন তো, পারেন কি না।

Optical Illusion: এই পাথুরে ঢিপিতে লুকিয়ে রয়েছে একটা কাঠবেড়ালি, দেখুন তো খুঁজে পান কি না
কাঠবেড়ালিটাকে খুঁজে পেলেন?

Follow Us

অপ্টিক্যাল ইলিউশনের (Optical Illusion) ছবিগুলো আজকাল মানুষকে খুবই ভাবাচ্ছে। এই ধরনের ছবিগুলি আসলে এক প্রকারের ধাঁধা। ছবির মধ্যে এমনই গুরুত্বপূর্ণ একটা কিছু লুকিয়ে থাকছে, যা দর্শকদের ভাবাতে বাধ্য করছে। সেই অপ্টিক্যাল ইলিউশনের ছবিগুলো আবার দর্শকদের ব্যক্তিত্ব সম্পর্কেও অনেক অজানা দিক তুলে ধরছে। তেমনই একটা ছবি ফের ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা যাচ্ছে পাথুরে ঢিপি। আর সেখানেই লুকিয়ে রয়েছে একটি কাঠবেড়ালি (Squirrel)। আপনাকে সেই কাঠবেড়ালিটিকেই খুঁজে বের করতে হবে। চ্যালেঞ্জটা একবার নিয়েই দেখবেন নাকি?

আসলে ওই পাথুরে ঢিপিটা এমনই অবস্থায় রয়েছে যে, সেখান থেকে একটা কাঠবেড়ালি খুঁজে বের করা সত্যিই কঠিন। ওই পাথরের ঢিপির রং এবং কাঠবেড়ালির রং মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। আর সেই জন্যই ওই ছোট্ট প্রাণীটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আপনি একটু চেষ্টা করলেই সেটিকে খুঁজে পাবেন।

ইদানিংকালে অপ্টিক্যাল ইলিউশনের এমন অনেক ছবিই ভাইরাল হয়, যেগুলিতে প্রাণীদের লুকিয়ে থাকতে দেখা যায়। কখনও কোনও সাপ লুকিয়ে রয়েছে একটা বাগানে, কখনও আবার একটা পাখি বা অন্য কোনও প্রাণী। এই ছবিতে কাঠবেড়ালি চোখের সামনে থাকলেও তা সহজে দেখা যায় না। শুধুমাত্র তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন ব্যক্তিরাই প্রথম দর্শনে এটি খুঁজে পেতে সক্ষম হবেন। প্রথম দর্শনেই যদি আপনি কাঠবেড়ালি খুঁজে পান, তাহলে বুঝতে হবে আপনার দৃষ্টিশক্তি ঈগলের থেকে কোনও অংশে কম যায় না।

এই ছবি থেকে কাঠবেড়ালি খুঁজে পেতে আপনাকে প্রথমেই তাকাতে হবে পাথুরে ঢিপির উপরের অংশটাতে। খুব খুঁটিয়ে যদি ছবিতে লক্ষ্য করেন, তাহলে ওই কাঠবেড়ালির চোখ দুটো জ্বলজ্বল করে উঠবে। দেখবেন, একটা পাথর ক্ষয়ে গিয়ে লাল বর্ণ ধারণ করেছে। আর সেই পাথরের উপরেই রয়েছে বসার জায়গা। ঠিক সেখানেই বসে রয়েছে ওই কাঠবেড়ালি।

এবার খুঁজে পেলেন তো কাঠবেড়ালিটাকে?

এখনও আপনি যদি ওই কাঠবেড়ালিটিকে খুঁজে না পান, তাহলে উপরের ছবিটা দেখে নিন।

Next Article