Latest Viral Video: এমন অনেকেই আছেন যারা মোবাইল ছাড়া এক মুহূ্র্তও কল্পনা করতে পারেন না। মোবাইল (Mobile) এখন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সকালে ঘুম থেকে উঠে থেকে রাতে ঘুমতে যাওয়া পর্যন্ত মোবাইলকে হাতছাড়া করেন না অধিকাংশ মানুষই। রান্না করার সময়েও অনেকে ফোন ব্য়বহার করেন। অনেকের সঙ্গেই হয়তো এমন হয়েছে, যে ফোনটি খাবারে পড়ে গিয়েছে। তবে কখনও কি ফোনটি আগুনে পড়ে গিয়েছে? একবার ভাবুন তো এমনটা হলে কেমন হবে? সোশ্য়াল মিডিয়ায় (Social Media) এমনই একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে, যেখানে এক মহিলা রান্না (Cooking) করছেন। আর ঠিক সেই সময়ই তিনি ফোনটি পকেট থেকে বের করেন। তার তারপরেই সেটি পড়ে যায় সোজা তেলে। তারপরে যা হল, তা দেখলে আপনি অবাক হবেন।
Oops pic.twitter.com/acPOyFARHU
— cctv ediots ? (@cctv_videos) March 2, 2023
ভিডিয়োটি টুইটারে শেয়ার করা হয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক মহিলা গ্যাসে কিছু একটা রান্না করছেন। রান্না করার সময় তিনি তার পকেট থেকে ফোনটি বের করেন। আর হাত ফসকে সোজা গিয়ে পড়ল তেলে। সঙ্গে সঙ্গে তিনি একটি চিমটার সাহায্য়ে ফোনটি তেল থেকে তুলে আনেন। কিন্তু ততক্ষণে যা বিপদ হওয়ার হয়েই গিয়েছে। তেলে ভেজে গিয়েছে ফোন। সেই কান্ড দেখে তার এক সহকর্মী ছুটে আসেন। একবার ভাবুন তো, রান্নার সময় কতটা সতর্কতার প্রয়োজন। নাহলে এমন পরিনতি আপনার ফোনের সঙ্গেও হতে পারে।
@cctv_videos নামে একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি টুইটারে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত 17 লাখের বেশি মানুষ এই ভিডিয়োটি দেখেছেন এবং কমেন্ট করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “আমি একমত যে, আজকের দিনে ফোন ছাড়া এক মুহূ্র্তও চলা দায় হয়ে গিয়েছে। কিন্তু তা বলে সব জায়গায় ফোন ব্য়বহার না করাই ভাল।” আরও একজন কমেন্টে লিখেছেন, “এটা তাড়াহুড়োর ফল। উনি একটু ধারে ফোনটি বের করে হাতে নিলে
এমন হত না।”