Latest Viral Video: সোশ্যাল মিডিয়ায় (Social Media) বর্তমানে বিভিন্ন ধরনের ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়। তার মধ্য়ে পশুদের এমন অনেক ভিডিয়ো থাকে, যেগুলি দেখলে হাসি থামানো দায় হয়ে যায়। কিন্তু বর্তমানে এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি শিউড়ে উঠবেন। পৃথিবীতে বিভিন্ন ধরনের বিপজ্জনক প্রাণী বাস করে, যার মধ্যে একটি হল কুমির। তাদের রুক্ষ এবং কাঁটাযুক্ত শরীর দেখেই যে কেউ ভয় পেয়ে যাবে। এই প্রাণীটি জলের সবচেয়ে বড় প্রাণীকেও নিমেষে মেরে ফেলতে পারে। আর জঙ্গলের প্রাণীদের কাছে তো প্রতি মুহূর্তে বেঁচে থাকাটাই এক বিরাট বড় লড়াই। তবে কুমির (Crocodile) যে জেব্রার (Zebra) মতো প্রাণীকে এভাবে চোখের পলকে মেরে ফেলতে পারে, তা আর ক’জনই বা জানে। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে কতগুলি জেব্রা জলাশয়ে নেমেছে জল খেতে। সেখান থেকেই একটি জেব্রা দলছুট হয়েছে। আর তাকে দেখতে পেয়ে তখনই সেখানে এসে হাজির হয়েছে প্রচুর কুমির। কুমিরের সংখ্য়া দেখলে আপনি চমকে উঠবেন। তারপর সেই জেব্রাটিকে নিমেষে ধরে ফেলতেই সে এমন কিছু করল, যা দেখলে আপনি বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকবেন।
ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, অনেকগুলি জেব্রা জলে নেমেছে। কিন্তু তারা কি আর জানতো, এটাই তাদের শেষ জলে নামা হবে। হঠাৎই একটি জেব্রা পাল থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। সেই সময়ে কয়েক ডজন কুমিরের একটি পাল আসে এবং তারা একসঙ্গে জেব্রাদের আক্রমণ করে। প্রথমে কুমিররা তাকে এমনভাবে ঘিরে ফেলে, যাতে জেব্রা পালাতে না পারে এবং তারপর সবাই মিলে তাকে আক্রমণ করে। একের পর এক কামড় বসাতে থাকে তার ঘাড়ে, মাথায়, পিঠে। তাকে হয়তো মৃত্যুকে আত্মসমর্পণ করতে হত না, যদি না তার সঙ্গীরা তাকে ছেড়ে চলে যেত।
@animals.energy নামের একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত সাত হাজারেরও বেশি মানুষ ভিডিয়োটি দেখেছেন। আর অনেকেই কমেন্ট করেছেন। কেউ বলেছেন, “আমি ভিডিয়োটি দেখার সঙ্গে সঙ্গেই শিউড়ে উঠলাম।”