Viral Video Today: বর্তমানে সোশ্য়াল মিডিয়ার যুগে অনেক কিছুই ভাইরাল হয়। আর তার মধ্য়ে থেকেই এমন অনেক ভিডিয়ো থাকে যা দেখলে চোখ কপালে ওঠার জোগাড় হয়। কোনও জিনিস ফেলে দেওয়ার আগে সেটিকে আর কী-কী ভাবে ব্যবহার করা যাবে, তা নিয়ে অনেকেই অনেক চিন্তাভাবনা করেন। আবার অনেকে পুরনো কোনও জিনিসকে এমনভাবে নতুন করে তারি করেন, তা দেখলে চোখ ফেরানো দায় হয়ে যায়। তেমনই একটি ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে, যেখানে একটি চালের বস্তাকে সুন্দর চকচকে ব্যাগ তৈরি করলেন। তবে আপনিও ফেলে দেওয়ার আগে এমন একটি ব্যাগ তৈরি করে নেবেন নাকি?
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক মহিলা হাতে একটি নীল রঙয়ের প্লাস্টিকের বস্তা ধরে আছেন। কিন্তু সেটি উনি ফেলে দিতে একেবারেই রাজি নন। আর তাই সেটা দিয়ে একটি ব্যাগ বানাবেন ঠিক করলেন। আপনার ভিডিয়োর প্রথমে মনে হতে পারে, ওনার খাটনি বেকার যাবে। কিন্তু না, ভাল করে পরিষ্কার করে, কেটে, লেখা অংশগুলিকে বাদ দিয়ে অনেকগুলি লম্বা লম্বা টুকরো বার করলেন। তারপরেই শুরু করলেন আসল কাজ। সেলাই করে ব্যাগ তৈরি করলেন। এমনকি তাতে চেনও লাগালেন। তারপরে একটি ভাল হ্যান্ডেল লাগিয়ে নিলেন। অবশেষে ওই মহিলা ব্যাগটি যখন দেখাবেন, তখন আপনার হুঁশ উড়ে যাবে।
এই ভিডিয়োটি @shwetmahadik ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। আর তারপর থেকেই নজর কেড়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত এই ইন্সটা রিলটি 48 লাখ ভিউ এবং 2 লাখ 80 হাজারের বেশি লাইক পেয়েছে। এছাড়াও, শত শত মানুষ এতে কমেন্ট করেছেন। কেউ বলেছেন, “আমি ভিডিয়োর শুরুতে ভাবতেই পারিনি এমন কিছু হতে পারে।”