Viral Video: বলিহারি সাহস! চলন্ত অটোতে টায়ার বদলে ফেলল এই যুবক, অবিশ্বাস্য ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Apr 27, 2023 | 12:09 PM

Latest Viral Video: সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি অবাক হবেন। কতটা সাহস আর দক্ষতা থাকলে একটি চলন্ত গাড়িতেই অনায়াসে টায়ার পাল্টানো যায়।

Viral Video: বলিহারি সাহস! চলন্ত অটোতে টায়ার বদলে ফেলল এই যুবক, অবিশ্বাস্য ভিডিয়ো

Follow Us

Viral Video Today: মাঝ রাস্তায় কোনও গাড়ির টায়ার পাংচার হয়ে যাওয়ার পর সেটিকে তখনই সারানোর ব্যবস্থা করা হয়। কারণ কোনও গাড়িই টায়ার পাংচার হওয়ার পর তা চালানো খুবই কঠিন। যতক্ষণ না তা পাল্টানো হচ্ছে, ততক্ষণ চালানোর উপায় নেই। বাইক হলে চালক সব সময় কাছাকাছি কোনও সারানোর দোকান খোঁজেন। না পেলে ব্যাস ধাক্কা শুরু। আর অটোতে তো বেশিরভাগ সময়ই অতিরিক্ত টায়ার রাখা থাকে। পাংচার হওয়ার পর সেখানে দাঁড়িয়েই চালক টায়ার পাল্টে নেন। কিন্তু এই সব কিছুর উর্দ্ধে উঠে সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি অবাক হবেন। কতটা সাহস আর দক্ষতা থাকলে একটি চলন্ত গাড়িতেই অনায়াসে টায়ার পাল্টানো যায়। ভাবছেন গাড়ি চালানো অবস্থায় টায়ার পাল্টানো যায় নাকি? এমনই কিন্তু বাস্তবেই হয়েছে। অটো চলছে দুই চাকায়। তাও আবার হাই-স্পিডে। চালক একটুও থামতে রাজি নন। কিন্তু তা সত্ত্বেও একটি লোক অটোর ভিতর থেকে বাইরে ঝুঁকে টায়ার পাল্টাচ্ছেন। কখনও এমন ঘটনা দেখেছেন? না দেখে থাকলে ভিডিয়োটি দেখুন একবার।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি অটো কোনও রকমে দুই চাকায় চলছে। একদিকে একেবারে হেলে পড়েছে। আর ভিতর থেকে একটি লোক বাইরে ঝুঁকে পাংচার হওয়া টায়ারটি খুলছেন। অখনই সেই জায়গায় আর একটি অটো আসে। সেখান থেকে এক ব্যক্তি একটি ভাল টায়ার দেয়। এই সবকিছুই হচ্ছে অটো দ্রুত গতিতে চলা অবস্থায়। আর সেই ব্যক্তি অত্যন্ত সাহসের সঙ্গে পুরো কাজটি করছেন। ভিডিয়োটি ভাইরাল হতেই নজর কেড়েছে অধিকাংশ নেটিজ়েনের।

ভিডিয়োটি টুইটারে শেয়ার করা হয়েছে। আর তারপর থেকে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত ভিডিয়োটি 88 হাজারেরও বেশি ভিউ, আর প্রচুর লাইক হয়েছে। অনেকে তার এই সাহসিকতা দেখে কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “পুরে ব্যাপারটাই বেশ বিপজ্জনক।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “চালক গাড়িটি থামেচ্ছেন না কেন?”

Next Article