Viral Video: কুমির-পাইথনের মারণ লড়াই, জিতল কে? দেখুন ভাইরাল ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

May 07, 2022 | 11:42 PM

Viral Video: দাঁতের ফাঁকে পাইথনটিকে কামড়ে ধরেছে কুমিরটি। পরিকল্পনা ছিল কামড়ে দু'টুকরো করে দেওয়া। তবে পাইথনের চামড়া পুরু হওয়ায় ব্যাপারটা মোটেই সহজ ছিল না।

Viral Video: কুমির-পাইথনের মারণ লড়াই, জিতল কে? দেখুন ভাইরাল ভিডিয়ো
ছবি প্রতীকী।

Follow Us

সুবিশাল একটি পাইথনকে (Python) দু’টুকরো করে দিতে চেয়েছিল এক কুমির (Alligator)। দু’জনের মধ্যেই চলছিল জোরদার লড়াই। কুমিরের ধারালো দাঁতের শিকার হয়েছিল ওই পাইথন। মরণ কামড় বসিয়ে বিরাট সাপটিকে ফালাফালা করে দিতে চাইছিল কুমিরটি। কিন্তু তারপর যা হল, তা একদম অবিশ্বাস্য। আর সেই হতবাক করে দেওয়ার মতো ভিডিয়োই ভাইরাল (Viral Video) হয়েছে ইনস্টাগ্রামে। ‘animals.energy’ নামে একটি ইনস্টাগ্রাম পেজে এই ভিডিয়ো পোস্ট করা হয়েছে। নিমেষেই তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। ক্রমশ বাড়ছে লাইক এবং ভিউয়ের সংখ্যা। কমেন্ট বক্সে জমা হচ্ছে অসংখ্য কমেন্ট। কিন্তু ওই কুমির এবং পাইথনের লড়াইয়ে কে জিতেছে? আদৌ কী পাইথনকে বাগে আনতে পেরেছে কুমিরটি? নাকি নিজেই ধরাশায়ী হয়েছে, সেটাই দেখে নেওয়া যাক ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিয়োতে।

কুমির-পাইথনের মারণ লড়াই, দেখুন ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি পাইথন নদীর পাড় থেকে জলে ভেসে থাকা কুমিরকে আক্রমণ করতে যাচ্ছিল। কিন্তু পিছন থেকে যে মরণফাঁদ ধেয়ে আসছে সেটা আগেভাগেই টের পেয়েছিল কুমিরটি। বিপদের আঁচ টের পেয়েই সতর্ক হয়ে গিয়েছিল কুমিরটি। তারপর শুরু হয় দুই সরীসৃপের মরণ-বাঁচন লড়াই। সম্মুখ সমরে নামে কুমির এবং পাইথন। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। দু’জনেই দু’জনকে শেষ করে দেওয়ার পণ নিয়ে নেমেছে এই মহারণে। এরপরই দেখা যায় ধারালো দাঁতের ফাঁকে পাইথনটিকে কামড়ে ধরেছে কুমিরটি। পরিকল্পনা ছিল কামড়ে দু’টুকরো করে দেওয়া। তবে পাইথনের চামড়া পুরু হওয়ায় ব্যাপারটা মোটেই সহজ ছিল না।

আর যতই কুমিরের ধারালো দাঁত থাক, লড়াই যখন পাইথনের সঙ্গে তখন বিষয়টা যে মোটেই সহজ হবে না তা স্পষ্টই ছিল। কুমিরের গ্রাস থেকে বাঁচার জন্য তার মুখটাই আষ্টেপৃষ্ঠে পেঁচিয়ে ধরেছিল পাইথনটি। আর এতেই কাবু হয়েছে কুমিরটি। দাঁতে কামড়ে পেল্লাই সাপকে দু’টুকরো করতে পারেনি সে। ফলে শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিতে বাধ্য হয় যে। সাপটিও কুমিরের গ্রাস থেকে ছাড়া পেয়ে আর পাল্টা আক্রমণ করেনি। বরং যে যার রাস্তায় সরে পড়েছে। এমনিতেও বলা হয় পাইথন পেঁচিয়েই তার শিকারকে কাবু করে। এমনকি প্রাপ্তবয়স্ক মানুষকেও এই কায়দাতেই দমবন্ধ করে মেরে ফেলতে পারে পাইথন। আর সেই ফন্দিই সে খাটিয়েছিল কুমিরটির উপর। তার জেরেই এ যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছে পাইথনটি।

Next Article