Viral Video: খতরনাক ক্যাচ! উড়ে গিয়ে হরিণ শিকার করল চিতা, শিহরণ জাগল নেটপাড়ায়

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

May 08, 2022 | 12:14 PM

Leopard Attacks Deer: চিতা আসতেই ছুটে পালানোর চেষ্টা করে এক পাল হরিণ। আর এমনই সময়ে রীতিমতো উড়ে গিয়ে সেই হরিণটিকে আক্রমণ করে চিতা। ভিডিয়ো দেখে ঘুম উড়ে গিয়েছে নেটিজেনদের।

Viral Video: খতরনাক ক্যাচ! উড়ে গিয়ে হরিণ শিকার করল চিতা, শিহরণ জাগল নেটপাড়ায়
ভাইরাল ভিডিয়ো থেকে নেওয়া স্ক্রিনশট।

Follow Us

সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায়শই দেখতে পাই যে, হরিণ শিকার করছে চিতা (Leopard)। ফাঁদ তারা পেতেই থাকে। আর সেই পাতা ফাঁদেই বারবার পা দিয়ে আক্রান্ত হয় নিরীহ হরিণরা (Deer)। তবে এবার এক মর্মান্তিক কাণ্ড ঘটে গেল। এক পাল হরিণ মাঠে জঙ্গলে চড়তে এসেছিল। সবাই পালিয়ে যায়। কিন্তু তাদের মধ্যে একজনকে আক্রমণ করে চিতা। আর সেই আক্রমণের কায়দা ছিল অনবদ্য। রীতিমতো লাফিয়ে, উড়ে যাওয়ার ঢঙে এই হরিণকে আক্রমণ করে চিতাটি। ভয়ঙ্কর ভাইরাল (Viral Video) হয়েছে সেই ভিডিয়ো।

ভারতীয় বন পরিষেবার এক অফিসার সুশান্ত নন্দা, তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি শেয়ার করেছেন। এখনও পর্যন্ত প্রায় ৪২ হাজারেরও বেশি ভিউ হয়েছে এই ভিডিয়োর।

ভিডিয়োতে দেখা গিয়েছে, হরিণের পাল জঙ্গলে আসে চড়তে। ছাঁকে ছাঁকে হরিণ ছিল সেই পালে। আর সেই জঙ্গলেই ঘাপটি মেরে লুকিয়ে ছিল একটি চিতা। সুযোগ পেতেই সে আক্রমণ করে।

সব হরিণই প্রায় মারছুট দেয়। আর একজনও লাফিয়ে পালানোর চেষ্টা করছিল। কিন্তু তাতেও যেন শেষরক্ষা হয়নি। হরিণটা যেই লাফাল, সঙ্গে সঙ্গে ওই চিতাও এক্কেবারে ডাইভ দিয়ে ক্যাচ লোফার কায়দায় আক্রমণ করে হরিণটিকে।

নেটপাড়ায় বহু মানুষ এই ভিডিয়োটি শেয়ার করেছেন। নানাবিধ প্রতিক্রিয়াও দিয়েছেন তাঁরা। একজন ব্যবহারকারী লিখেছেন “এই ভিডিয়োটা দেখার পর আমার মন খারাপ হয়ে গেল। সবাই পালিয়ে গেল কিন্তু ওই হরিণটা আক্রান্ত হল।” অপর একজন ব্যবহারকারী লিখেছেন, “সত্যিই এটা যেন একটা মিলিয়ন ডলার শট”।

Next Article