Viral Video: রসগোল্লা না খাওয়ায় বরের সঙ্গে এ কী করল ক্ষুব্ধ কনে! ভিডিয়ো দেখে হাসি থামছে না কারোর
Latest Viral Video: ভিডিয়োটি টুইটারে @gharkekalesh নামের একটি অ্য়াকাউন্ট দিয়ে শেয়ার করা হয়েছে। তারপর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত ভিডিয়োটি অনেক লাইক আর শেয়ার হয়েছে।
Viral Video Today: প্রায় সারা বছর ধরেই বিয়ের কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কখনও কিছু ভিডিয়ো থাকে, যেগুলি দেখে চোখ ফেরানো দায় হয়ে যায়। আবার এমন অনেক মজার ভিডিয়ো থাকে, যা দেখলে হাসি চেপে রাখা দায় হয়ে যায়। তেমনই একটি ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে বিয়ের মঞ্চে দাঁড়িয়ে আছেন নতুন বর-কনে। হঠাৎই কনে সবার সামনে এমন কিছু করল, যা আপনি ভাবতেও পারবেন না। তারপরে বর তা দেখে রেগে গিয়ে আর এক কাণ্ড করে বসল। ভিডিয়োটি না দেখলে বুঝবেন না।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, বর-কনে মঞ্চে দাঁড়িয়ে আছেন। দু’জনেই মালা পরা, মানে ভিডিয়োটি মালাবদলের পরেই তোলা হয়েছে। বর কনেকে রসগোল্লা খাওয়ানোর জন্য প্রস্তুত। আর সেই সময়ই হঠাৎই বরের হাত থেকে কনে রসগোল্লাটা নিয়ে ছুড়ে ফেলে দিল। দেখেই বোঝা যাচ্ছে কনে খুব রেগে রয়েছে। তারপরেই কনে জলের গ্লাস হাতে নিয়ে বরকে খাওয়াতে গেলেই সেও জলের গ্লাসের সব জল ফেলে দেয়। বরকে রেগে যেতে দেখে কনে গ্লাসটিও ছুড়ে ফেলে দেয়।
Kalesh B/w Groom and Bride on Stage pic.twitter.com/Rn28WyHF3G
— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 28, 2023
ভিডিয়োটি টুইটারে @gharkekalesh নামের একটি অ্য়াকাউন্ট দিয়ে শেয়ার করা হয়েছে। তারপর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত ভিডিয়োটি অনেক লাইক আর শেয়ার হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ কমেন্টে লিখেছেন, “নতুন কনের এমন ব্যবহার দেখে আমি অবাক।” আরও এক ব্যক্তি লিখেছেন, “হঠাৎ এমন রেগে যাওয়ার কারণ কী?”