Viral Video: নিরীহ গরুটার উপরে ঝাঁপিয়ে পড়ল সিংহী, লড়াই চলল বেশ কিছুক্ষণ, কৃষক আসতেই…

Viral Video Today: এই সোশ্যাল মিডিয়া এমন এক মানুষের সন্ধান দিয়েছে, যিনি তাঁর পোষ্য গরুকে বাঁচাতে সিংহের সঙ্গেও লড়াই করতে পিছ পা হলেন না। গুজরাতের সেরকমই একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, এক কৃষক তাঁর গরুকে বাঁচাতে সিংহীকে বিন্দুমাত্রও ভয় পাচ্ছেন না।

Viral Video: নিরীহ গরুটার উপরে ঝাঁপিয়ে পড়ল সিংহী, লড়াই চলল বেশ কিছুক্ষণ, কৃষক আসতেই...
দেখুন কাণ্ডটা একবার...
Follow Us:
| Edited By: | Updated on: Jun 30, 2023 | 9:01 PM

Latest Viral Video: সিংহীর সামনে সাহস দেখাতে পারে, এমন প্রাণী আর আছে কে! পথ সে যতই দুর্গম হোক, আর যত কষ্ট করেই সে পথে কেউ পৌঁছয়, সেই পথে যদি একটা সিংহী থাকে পিছু ফিরে যেতে বাধ্য হয় সেই পশু, এমনকি মানুষও। তবে এই সোশ্যাল মিডিয়া এমন এক মানুষের সন্ধান দিয়েছে, যিনি তাঁর পোষ্য গরুকে বাঁচাতে সিংহের সঙ্গেও লড়াই করতে পিছ পা হলেন না। গুজরাতের সেরকমই একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, এক কৃষক তাঁর গরুকে বাঁচাতে সিংহীকে বিন্দুমাত্রও ভয় পাচ্ছেন না।

টুইটারে বিবেক কোটাদিয়া নামের এক ব্যক্তি ভিডিয়োটি শেয়ার করেছেন। ঘটনাটি গুজরাতের গির সোমনাথ জেলার। ওই কৃষক জানিয়েছেন, মাঠ থেকে বেরিয়ে বাড়ি ফিরছিল গরুটি। পথে একটি সিংহী তার উপরে ঝাঁপিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ ধরে নিরীহ গরুটার ঘাড় ধরে মটকে তাকে আক্রমণ করার প্রাণপণ চেষ্টা করে। কিন্তু সেখানে ওই কৃষক আসার ফলেই আখেরে প্রাণে বাঁচে গরুটি, ময়দান ছেড়ে পালিয়ে যায় ওই সিংহী।

ভিডিয়োটি মাত্র 40 সেকেন্ডের। তা রেকর্ড করা হয়েছে এই গাড়ি থেকে। সেখানে দেখা গেল, রাস্তার মাঝখানে একটি গরুকে ধরে মাটিতে ফেলে মারার চেষ্টা করছে সিংহী। গরুটি কিন্তু বিন্দুমাত্রও জমি ছাড়েনি। সর্বক্ষণ সে লড়াই চালিয়ে যায়। সে সময় ওই গরুটির মালিক অর্থাৎ কৃষককেও ফ্রেমে দেখা যায়। তিনি কীভাবে তাঁর পোষ্যের প্রাণ বাঁচাবেন, ভেবে পাচ্ছিলেন না। হঠাৎই তাঁকে দেখা যায় আশপাশে কিছু একটা খুঁজতে। কিছু খুঁজে না পেয়ে একটি পাথর তুলে নেন এবং সিংহীর উদ্দেশ্যে তা ছুঁড়ে মারেন। তাতে ওই শিকারী গরুটিকে ছেড়ে আবার জঙ্গলে পালিয়ে যায়।

গত 29 জুন ভিডিয়োটি টুইটারে পোস্ট করা হয়েছিল। প্রচুর মানুষ এই ভিডিয়ো দেখেছেন। কমেন্টও করেছেন অনেকে।