Viral Video: ‘আপনার সামর্থ্য নেই’, দোকানির বিদ্রুপের জবাবে সব নুডলস বাউল ভেঙে তছনছ করলেন ক্রেতা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 08, 2023 | 8:28 PM

Latest Viral Video: শানডং প্রদেশে একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি রাতের বাজার পরিদর্শন করতে বেরোন। নুডলস বিক্রেতা ওই দোকানদারকে তিনি বলেছিলেন, বাউলে নুডলসের জন্য 14 ইউয়ান বা 2 মার্কিন ডলার বা 164 টাকা খুবই ব্যয়বহুল। তারপরেই ক্রেতা ও বিক্রেতার মধ্যে খুবই ঝামেলা বেঁধে যায়।

Viral Video: আপনার সামর্থ্য নেই, দোকানির বিদ্রুপের জবাবে সব নুডলস বাউল ভেঙে তছনছ করলেন ক্রেতা
নুডলসের দাম আর উপকরণ নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে জোর ঝামেলা।

Follow Us

Latest Viral Video: নুডলস কিনতে গিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু দোকানদার চূড়ান্ত অপমান করে বসে। তীব্র রাগে ক্রেতা যা কাণ্ড ঘটালেন, রীতিমতো বিতর্কের জন্ম দিল। চিনের সেই বিতর্কিত ঘটনাই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সাউথ চায়না মর্নিং পোস্টের একটি রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটে যখন শানডং প্রদেশে একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি রাতের বাজার পরিদর্শন করতে বেরোন। নুডলস বিক্রেতা ওই দোকানদারকে তিনি বলেছিলেন, বাউলে নুডলসের জন্য 14 ইউয়ান বা 2 মার্কিন ডলার বা 164 টাকা খুবই ব্যয়বহুল। ওই বিক্রেতা সে সময় ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন, কী কারণে নুডলসের এত দাম।

কিন্তু কে-কার কথা শোনে! বিক্রেতা যখন বলছেন, তিনি অনেক কিছু উপাদান ব্যবহার করেন, যা না খেলে বোঝা যাবে না। ক্রেতা কিছুতেই তা বিশ্বাস করবেন না। তিনি বলতে থাকেন, কখনই এত উপাদান এই নুডলসে থাকতে পারে না। তিনি একপ্রকার জোর দিয়েই বলতে থাকেন, এই বাউল নুডলসে শুধু একটি ডিম আর সবজির পাতা ছাড়া আর কিসসু নেই।


ওই ক্রেতাকে উদ্ধৃত করে সাউথ চায়না মর্নিং পোস্ট তাদের রিপোর্টে লিখছে, ‘প্রতিটি বাউল 14 ইউয়ানে কীভাবে বিক্রি হতে পারে? খুব ব্যয়বহুল বলে মনে হচ্ছে না আপনার?’ এরপরেই ক্রেতা এবং বিক্রেতার মধ্যে জোরদার কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এর মধ্যেই বিক্রেতার পুত্র কাস্টমারকে দেখে চিৎকার করতে শুরু করে দেন। বলেন, ‘আপনার যদি কেনার সামর্থ্য না থাকে, তাহলে এখান থেকে চলে যান।’

তাতে ওই কাস্টমার তেলেবেগুনে জ্বলে ওঠেন। তিনি জানান, দোকানের প্রত্যেকটা নুডলস বাউল কিনে নেবেন এবং সবকটির একত্রে দাম জানতে চান। এরপরই 850 ইউয়ান ($120 বা 9,920 টাকা) ওই দোকানদারকে দিয়ে দেন এবং নুডলসের প্যাকেটগুলি ফেলে দেন। পরক্ষণেই আবার ওই দোকানদারের পুত্র কাস্টমারের কাছে ক্ষমা চেয়ে নেন। ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। নেটিজ়েনরা ক্ষোভ প্রকাশ করেছেন। ওই ক্রেতার বিরুদ্ধে তোপ দেগে অনেকেই বলেছেন, ‘দাম আপনি দিতে পারেন ঠিকই। সব বাউলগুলোই কিনে নিতে পারেন। কিন্তু কারও খিদে পেলে পয়সা দিয়েও আর ওই দোকান থেকে নুডলস কিনতে পারবেন না।’

Next Article