Latest Viral Video: আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক রকমের ভিডিয়ো আমাদের নজরে আসে। তবে চর্চায় থাকে সেই সব ঘটনা, যা সচরাচর আমরা দেখতে পাই না। কখনও ব্যাঙকে দেখেছি সাপ খেয়ে নিতে, কখনও আবার সিংহের উপরে হায়নার দলের আক্রমণও আমাদের নজর ঘুরিয়েছে। কিন্তু, তা বলে মরুভূমির উটকে কি কখনও পাহাড়ে চড়তে দেখেছেন? সেরকমই একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। আর তা দেখার পরে নেটিজ়েনরা মাথা চুলকোচ্ছেন। ভাবছেন, এমনও হতে পারে?
হিন্দিতে একটি কথার খুবই চল আছে: ‘অব উট আয়া পাহাড় কী নিচে’! এই ভিডিয়ো যেন সে কথাটাই এবার অক্ষরে-অক্ষরে মিলিয়ে দিল। সদ্য ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, পাহাড় থেকে নিচে নেমে আসছে একটি উট। এই দৃশ্য দেখার পরে অনেকেই ওই উটের জন্য চিন্তিত হয়ে গিয়েছেন। অনেকে আবার এমন বিরল চিত্র দেখার পরে অবাক হয়ে গিয়েছেন।
#अब_आया_ऊँट_पहाड़_के_नीचे
देखिए Video pic.twitter.com/HzreR7napY— Vaibhav Mathur (@Vaibhavsikar) July 5, 2022
ভিডিয়োটি মাত্র 13 সেকেন্ডের। কিন্তু ছোট্ট ক্লিপ হলে কী হবে, তার প্রভাব বিরাট। উটটিকে দেখা গিয়েছে, মহাসড়কের পাশের একটি পাহাড় থেকে নিচে নামার চেষ্টা করতে। আসলে উটকে বলা হয় মরুভূমির জাহাজ। কিন্তু যখন সে পাহাড়ে নামার জন্য তার ধাপগুলো এক-এক করে নিতে থাকে, তখনই সে তার ভারসাম্য হারিয়ে পিছলে যায় এবং সোজা নিচে পড়ে যায়। যদিও ভাগ্যক্রমে উটটি গুরুতর আহত হয়নি। তাই, সে সঙ্গে সঙ্গে উঠে পড়ে এবং ফর হাঁটা শুরু করে।
টুইটারে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে @Vaibhavsikar নামের একটি হ্যান্ডেল থেকে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘উট এবং পাহাড়।’ বহু মানুষ এই ভিডিয়ো দেখেছেন। কমেন্টও করেছেন অনেকে। নেটিজ়েনদের অনেকেই এই ক্লিপটিকে ‘অব উট আয়া পাহাড় কে নিচে’-র প্রবাদের সঙ্গে তুলনা করেছেন। কিছু ব্যবহারকারী আবার উটটির পাহাড় থেকে নিচে নামতে গিয়ে সমস্যার কথাও উল্লেখ করেছেন।