Viral Video: ‘হাত তুলল কোন সাহসে?’ ব্যস্ত রাস্তায় গাড়ি থামিয়ে স্কুটার আরোহীকে মারতে গেলেন মহিলা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 04, 2023 | 7:58 PM

Viral Video Today: মহিলা অভিযোগ করেছেন, যাঁর বিরুদ্ধে তিনি বেজায় চটেছেন সেই পুরুষ তাঁর গায়ে হাত দিয়েছিল। তাই তিনিও পাল্টা তাকে মারতে উদ্যত হচ্ছিলেন। অনেক চেষ্টা চলছিল তাঁকে আটকানোর। কিন্তু কিছুতেই তাঁকে আটকানো যাচ্ছিল না।

Viral Video: হাত তুলল কোন সাহসে? ব্যস্ত রাস্তায় গাড়ি থামিয়ে স্কুটার আরোহীকে মারতে গেলেন মহিলা
বোঝো কাণ্ড!

Follow Us

Latest Viral Video: রাস্তার এক্কেবারে মাঝখানে দেখা গেল, এক মহিলার মারমুখী রূপ। এক পুরুষকে তিনি মারতে যাচ্ছেন। আর এক পুরুষ সেই সময় তাঁকে আটকানোর চেষ্টা করছেন। রাস্তায় তখন তীব্র ট্রাফিক জ্যাম। মহিলা অভিযোগ করেছেন, যাঁর বিরুদ্ধে তিনি বেজায় চটেছেন সেই পুরুষ তাঁর গায়ে হাত দিয়েছিল। তাই তিনিও পাল্টা তাকে মারতে উদ্যত হচ্ছিলেন। অনেক চেষ্টা চলছিল তাঁকে আটকানোর। কিন্তু কিছুতেই তাঁকে আটকানো যাচ্ছিল না। দেখা গেল, রাস্তার এক প্রান্তে মহিলা বেজায় চিৎকার করছেন। আর এক প্রান্তে ওই ব্যক্তি স্কুটারে বসে রয়েছেন। আর তাঁদের দুজনকে ঘিরে ধরে রেখেছেন অনেক পুলিশকর্মী।

টুইটারে @gharkekalesh নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, মহিলা রাস্তার এক্কেবারে মাঝখানে দাঁড়িয়ে তারস্বরে চিৎকার করছেন। বলছেন, “ও আমার গায়ে হাত দিল কোন সাহসে?” সেই মহিলাকে ঘিরে রয়েছেন আর এক পুরুষ। তিনি সম্ভবত মহিলার নিকটস্থ কোনও আত্মীয় বা বন্ধু, হতে পারেন স্বামীও। তিনি যতই মহিলাকে আটকানোর চেষ্টা করছেন, ততই ওই মহিলা ছুটে যাচ্ছেন স্কুটারে বসে থাকা আর এক ব্যক্তিকে মারতে।


হাত ছাড়ানোর চেষ্টা করে ওই মহিলা বলছেন, “আমার হাতটা ছেড়ে দাও, আমি ওকে সবক শেখাতে চাই।” পাশাপাশি তিনি এই বিষয়ে পুলিশেরও সাহায্য চাইছেন। এর মধ্যেই দৃশ্যপটে সেই ব্যক্তি প্রবেশ করেন, যাঁকে এতক্ষণ মারতে যাচ্ছিলেন মহিলা। তারপরই দুজনের মধ্যে তীব্র বাদানুবাদও শুরু হয়ে যায়।

ওই ব্যক্তি বলে ওঠেন, “চারিদিকে সিসিটিভি ক্যামেরা বসানো আছে। মানুষকে বোতা বানানোর চেষ্টা করবেন না।” গত 3 এপ্রিল ভিডিয়োটি শেয়ার করা হয় টুইটারে। এর মধ্যেই তার ভিউ 105.9K। বহু মানুষ এই ভিডিয়োতে মজাদার সব কমেন্ট করেছেন।

Next Article