Viral Video: Rapido চালককে তীব্র হেনস্থা অটো ড্রাইভারের, অস্রাব্য ভাষায় গালমন্দ, হেলমেট ভেঙে গুঁড়িয়ে দিলেন

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Mar 08, 2023 | 2:19 PM

Auto Driver Harassed Rapido Driver Video: ভিডিয়োতে দেখা গিয়েছে, অভিযুক্ত ওই অটোচালক কখনও Rapido বাইক ট্যাক্সিচালককের হেলমেট ছিনিয়ে তা মাটিতে ভাঙছেন, কখনও তাঁকে থাপ্পড় দেখাচ্ছেন, সেই সঙ্গেই অস্রাব্য ভাষায় গালমন্দও করছেন।

Viral Video: Rapido চালককে তীব্র হেনস্থা অটো ড্রাইভারের, অস্রাব্য ভাষায় গালমন্দ, হেলমেট ভেঙে গুঁড়িয়ে দিলেন
ক্ষোভে ফুঁসছেন নেটিজ়েনরা।

Follow Us

Latest Viral Video: দেশের রাস্তায় অটো, টোটা বা রিক্সাচালকদের পথের বাধা হয়ে দাঁড়াচ্ছে বাইক ট্যাক্সিগুলো? সম্প্রতি একটি ভাইরাল ভিডিয়োয় যেন সেই প্রশ্নটাই আবারও তুলে ধরল। বেঙ্গালুরুর ইন্দিরানগরের ঘটনা। সেখানে দেখা গিয়েছে, এক অটো রিক্সাচালক এক বাইক ট্যাক্সিচালককে হয়রান করছেন। ইন্দিরানগর মেট্রো স্টেশনের কাছে এই ভিডিয়োটি রেকর্ড করা হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, অভিযুক্ত ওই অটোচালক কখনও Rapido বাইক ট্যাক্সিচালককের হেলমেট ছিনিয়ে তা মাটিতে ভাঙছেন, কখনও তাঁকে থাপ্পড় দেখাচ্ছেন, সেই সঙ্গেই অস্রাব্য ভাষায় গালমন্দও করছেন। বেঙ্গালুরুর ইন্দিরানগর পুলিশের তরফে জানানো হয়েছে যে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ভাইরাল ভিডিয়োর ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

কেন এভাবে বাইক ক্যাব চালককে হেনস্থা করলেন, তার ব্যাখ্যা করতে গিয়ে ওই অটো ড্রাইভার বলছেন, “বন্ধুরা, সবাই দেখো বেআইনি ভাবে কীরকম Rapido ব্যবসা চলছে। অন্য দেশ থেকে এসে এই লোকটি রাজার মতো ভারতে ঘুরে বেড়াচ্ছে। আপনাদের বুঝতে হবে, এদের জন্য অটোচালকদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। স্কুটারে সাদা বোর্ড থাকা সত্ত্বেও এই Rapido বাইক ক্যাব চালক অন্য দেশকে একটি মেয়েকে নিতে চলে এসেছে।” যদিও ওই বাইকার এখনও পর্যন্ত পুলিশে কোনও অভিযোগ করেননি। তবে পুলিশ ভাইরাল ভিডিয়োটির ভিত্তিতে ঘটনার তদন্তভার নিয়েছে।


ভিডিয়োটি প্রথমে টুইটারে ফ্রিডম অফ স্পিচ ব্যাঙ্গালোর নামক একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে। তার পর তা অন্যান্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। ওই পেজ থেকে টুইট করে বলা হয়েছে, “এই অটো চালকের বিরুদ্ধে আইনের আওতায় কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। বেঙ্গালুরু শহরে কি আইন বলে কিছু নেই?”

সেই টুইটটি রিটুইট করে বেঙ্গালুরু সিটি পুলিশের তরফে লেখা হচ্ছে, “ইন্দিরানগর পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। শীঘ্রই খুব কঠোর এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” এই ভিডিয়ো দেখে নেটিজ়েনরা ক্ষোভে ফুঁসছেন।

Next Article