Viral Video: দুই ষাঁড়ের মধ্যে গুঁতোগুঁতি, থামাতে অটো নিয়ে ঝাঁপিয়ে পড়লেন চালক, ঘটে গেল বিরাট বিপত্তি

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 17, 2023 | 9:03 PM

Viral Video Today: এমন কিছু দুর্ঘটনা ঘটে যায় যা থেকে সত্যিই পালানো কঠিন। সেরকমই একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এক অটোচালক তাঁর অটো নিয়ে দুটি ষাঁড়ের লড়াই থামাতে পৌঁছেছিলেন। তারপরে তাঁর সঙ্গে যে কাণ্ড ঘটল, তা দেখলে সত্যিই চোখ কপালে উঠতে বাধ্য।

Viral Video: দুই ষাঁড়ের মধ্যে গুঁতোগুঁতি, থামাতে অটো নিয়ে ঝাঁপিয়ে পড়লেন চালক, ঘটে গেল বিরাট বিপত্তি
দেখন কী কাণ্ড!

Follow Us

Latest Viral Video: ড্রাইভিং করার সময় যে কোনও জায়গায়, যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই দুর্ঘটনা যাতে এড়িয়ে যাওয়া যায়, তার জন্য ড্রাইভারদের সদা সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু তারপরেও ঘটে যায় দুর্ঘটনা। তার কারণ, এমন কিছু দুর্ঘটনা ঘটে যায় যা থেকে সত্যিই পালানো কঠিন। সেরকমই একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এক অটোচালক তাঁর অটো নিয়ে দুটি ষাঁড়ের লড়াই থামাতে পৌঁছেছিলেন। তারপরে তাঁর সঙ্গে যে কাণ্ড ঘটল, তা দেখলে সত্যিই চোখ কপালে উঠতে বাধ্য।

@aapuvideos96gmail.comb নামক একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ব্যাপক ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। এখানে রাস্তার মাঝে দুটি ষাঁড়কে তীব্র লড়াই করতে দেখা গিয়েছে। ঠিক সেই সময়েই সেখানে একটি অটো পিছন থেকে এসে হাল্কা করে ধাক্কা দিয়ে তাদের লড়াই থামানোর চেষ্টা করে। কিন্তু তাতেই হিতের বিপরীত হয়ে যায়। ষাঁড়গুলি রাস্তায় মারামারি করতে গিয়ে চারপাশের পুরো এলাকাটারই দখল নিয়ে বসে।


এখন এই ষাঁড় দুটি এতটা জায়গা দখল করে রাখায় বেজায় চটে যান ওই অটোচালক। হঠাৎই তিনি ঝগড়া মেটানোর চিন্তাভাবনা থেকে দুই ষাঁড়কে অটোর ধাক্কা দেয়। অটোটিকে পিছনে নিয়ে যান এবং তারপরে ষাঁড় দুটির মুখোমুখি হন। ষাঁড় দুটি নিজেদের মধ্যে গুঁতোগুঁতি করা থেকে আলাদা হয়ে যায় ঠিকই। কিন্তু পরক্ষণেই ওই লোকটি যখন তাঁর অটোরিক্সাটি এগিয়ে নিয়ে গেলেন, ষাঁড়টি তাতে আক্রমণ করল। সঙ্গে সঙ্গে সেই অটো উল্টে গেল। এরপরে লোকজন এসে ওই অটোটি ওঠানোর চেষ্টা করলে ষাঁড়দের মধ্যে লড়াইও থেমে যায়।

খুব অল্প সময়ের মধ্যেই ভিডিয়োর ভিউ 17 লাখ ছাপিয়ে গিয়েছে। প্রচুর মানুষ এই ভিডিয়োতে নিজেদের মন্তব্য ব্যক্ত করেছেন। একজন বললেন, ‘হিরো হতে গিয়ে জ়িরো হয়ে ফিরলেন অটোচালক।’ অন্যজন জুড়লেন, ‘আসলে ষাঁড় দুটি ওই অটোতেই বসার চেষ্টা করছিল।’

Next Article