Optical Illusion: এত বইয়ের ভিড়ে লুকিয়ে রয়েছে একটি পেনসিল, 10 সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে পারবেন?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 17, 2023 | 8:11 PM

Optical Illusion Today: 10 সেকেন্ড সময় রয়েছে আপনার কাছে। তার মধ্যেই আপনাকে পেনসিলটি খুঁজে বের করতে হবে। একটা ছোট্ট হিন্ট দিয়ে রাখি। ছবিটার একটু ডানদিক ঘেঁষে ভাল করে মনোনিবেশ করুন। তাহলেই পেনসিলটি খুঁজে পেয়ে যাবেন।

Optical Illusion: এত বইয়ের ভিড়ে লুকিয়ে রয়েছে একটি পেনসিল, 10 সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে পারবেন?
বলুন তো, পেনসিলটা কোথায়?

Follow Us

Latest Optical Illusion: সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক রকমের ভিডিয়ো এবং ছবি দেখতে পাই, যা আমাদের মুখে হাসি ফুটিয়ে তোলে। আবার এমন কিছু ছবিও আমাদের নজরে আসে, যা মাথা চুলকোতে বাধ্য করে। আজকের নেটপাড়া মানুষের ব্যস্ততম জীবনের মাঝখানে সময় কাটানোর অন্যতম সেরা মাধ্যম। কিন্তু সেই সোশ্যাল মিডিয়াই যদি একটু সৃজনশীল হয়, তাহলে কেমন হয় বলুন তো! প্রত্যেক দিন আপনি নিশ্চয়ই অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি দেখেন। সেই ছবিগুলি আপনাকে ভাবায়, মাথা খাটানোর সুযোগ দেয়, প্রখর দৃষ্টিশক্তিরও পরীক্ষা নেয়। সেরকমই একটা ছবি নেটমাধ্যমে ব্যাপক শোরগোল ফেলেছে।

ধাঁধার সমাধান শুধুমাত্র আপনার মনকে সতেজ রাখে তা নয়। বরং, আপনার আইকিউ স্তরেরও পরীক্ষা নিতে পারে, দৈনিক অনুশীলনে সেই স্তরের বিকাশও করতে পারে। যদিও মনোবিজ্ঞানীরা আইকিউর জন্য অন্য ফরম্যাটের কথা বলে থাকেন। কিন্তু সে যাই হোক না কেন, অপটিক্যাল ইলিউশন কিন্তু মানুষের বুদ্ধিমত্তা পরীক্ষার নতুন কোনও প্রক্রিয়া নয়। নামটি নতুন মনে হতে পারে। এক সময় রাজারাও মানুষের আইকিউ পরীক্ষা করার জন্য এই প্রক্রিয়ার সাহায্য নিতেন। এই যে ছবিটি আপনি এখানে দেখছেন, সেটিতে কী রয়েছে বলুন তো!

এই অপটিক্যাল ইলিউশনটি নেওয়া হয়েছে অক্সব্রিজ নামের একটি প্ল্যাটফর্ম থেকে। ছবিটি আসলে একটি অলঙ্করণ, যেখানে অজস্র বই দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে যে শুধুই বই রয়েছে এমনটা নয়। তার সঙ্গেই আবার রয়েছে একটি পেনসিলও। এখন সেই পেনসিলটিই আপনাকে খুঁজে বের করতে হবে। বইগুলি বিভিন্ন রঙের এবং যে কেউ একনজরে এই ছবিটি দেখার পরে বিভ্রান্ত হতে পারেন। যদিও এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরেই এই ছবি থেকে আপনি একটা পেনসিল খুঁজে পেতে পারেন।

10 সেকেন্ড সময় রয়েছে আপনার কাছে। তার মধ্যেই আপনাকে পেনসিলটি খুঁজে বের করতে হবে। একটা ছোট্ট হিন্ট দিয়ে রাখি। ছবিটার একটু ডানদিক ঘেঁষে ভাল করে মনোনিবেশ করুন। তাহলেই পেনসিলটি খুঁজে পেয়ে যাবেন। এখনও আপনি যদি এই ছবি থেকে এত বইয়ের মাঝে পেনসিলটি খুঁজে না পান, তাহলে নিচের ছবিটি দেখুন।

Next Article