Viral Video: অবিকল মানুষের মতোই নাচছে এই গাছ! বিশ্বাস না হলে এখনই দেখুন

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Mar 01, 2023 | 5:16 PM

Tree Dancing Like Human Video: ঝড়বৃষ্টির আনন্দে গাছকে কখনও নাচতে দেখেছেন? নাচ মানে এলি তেলি নাচ নয়! এক্কেবারে মানুষের মতোই নাচ তার। যদি না দেখেন, আজ তাহলে তেমনই গাছেদের নাচের একটা ভিডিয়ো দেখে নিন।

Viral Video: অবিকল মানুষের মতোই নাচছে এই গাছ! বিশ্বাস না হলে এখনই দেখুন
গাছটা যেন তখন বলে উঠছিল, 'আহা কী আনন্দ আকাশে বাতাসে'!!

Follow Us

Tree Dancing Video: গাছের নীচে দাঁড়ালেই আমাদের মনটা কীরকম যেন সরল হয়ে ওঠে, তাই না? গাছ আছে, তাই আপনি আছেন, তাকে ছেড়ে আসার সময় এই উপলব্ধিটা হয় না? একবার এই পৃথিবীটাকে ‘গাছহীন’ কল্পনা করে দেখুন তো, মাথাটা ঘুরে যাবে! তারপরই আবার কল্পনা করুন, দমকা হাওয়ায় বা খুব ঝড়বৃষ্টির সময় আমাদের চারপাশের গাছগুলির দুলুনি স্বভাবটা। কীরকম যেন মায়াময় একটা কাল্পনিক জগত মনে হচ্ছে, তাই না? কিন্তু, কাল্পনিক কেন হতে যাবে। আপনার চারপাশেই এমনটা হয়। প্রকৃতি তার শোভা মেলাতে পারে, তার ঝড় ঝাপ্টায় সব কিছুতেই দোলাতে পারে এই গাছেদের। আর গাছগাছালি আছে বলেই তো আমরা প্রকৃতির ভয়াল রূপ থেকে এতটা সুরক্ষিত থেকে যাই। ঝড়ে আপনি বহু বার গাছকে দুলতে দেখেছেন, এক পায়ে দাঁড়াতে না পেরে তার প্রচণ্ড দুর্বিপাক অবস্থা দেখেছেন। কিন্তু, ঝড়বৃষ্টির আনন্দে গাছকে কখনও নাচতে দেখেছেন? নাচ মানে এলি তেলি নাচ নয়! এক্কেবারে মানুষের মতোই নাচ তার। যদি না দেখেন, আজ তাহলে তেমনই গাছেদের নাচের একটা ভিডিয়ো দেখে নিন।


টুইটারে @TheFigen_ নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। এ এক এমনই ভিডিয়ো, যা আপনি আগে কখনও দেখেননি। হ্যাঁ, গ্যারান্টি দিচ্ছি সে বিষয়ে। ভিডিয়োতে দেখা গেল, প্রবল বাতাসে গাছটি অদ্ভুত ভাবে দুলছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “আশ্চর্য এ প্রকৃতি! প্রবল বাতাসে গাছটিকে নাচতে দেখা যাচ্ছে।” প্রচণ্ড ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত সেই ভিডিয়োর ভিউ 4.6 মিলিয়ন ছাপিয়ে গিয়েছে। 10 হাজারেরও বেশি মানুষ এই ভিডিয়ো রিটুইট করেছেন। এখন বুঝতেই পারছেন, কতটা সুন্দর হলেই তবে একটা ভিডিয়ো এত বিপুল পরিমাণে মানুষ দেখেন।

এই ভিডিয়ো দেখার পর আপনি আনন্দে লাফিয়ে উঠতে পারেন। আবার আপনার মনে হতে পারে, এটি গাছ নয়, বড় কোনও প্রাণী। তার কারণ সত্যিই এই গাছটি যেভাবে বাতাসে দুলছে, তাতে এমনটা মনে হওয়া খুব স্বাভাবিক। মনে হবে যেন, কোনও দৈত্য বা ইয়েতি নাচছে। এর সঙ্গে যদি আপনি একটা জনপ্রিয় বলিউড মিউজ়িক ট্র্যাক ঢুকিয়ে দিতে পারেন, তাহলে মনে হবে যেন কোরিওগ্রাফি করা হয়েছে।

ভিডিয়োটি মাত্র 27 সেকেন্ডের। টুইটার ব্যবহারকারীরা এটিকে দেখে নানা রকম প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ রিটুইট করে এই গাছটিকে ইয়েতির সঙ্গে তুলনা করেছেন। কেউ আবার এই গাছের সঙ্গে ভাল্লুকেরও মিল খুঁজে পেয়েছেন। কেউ ভূত বলেছেন, তো কেউ আবার গাছটিকে ডিজ়নিল্যান্ডের চরিত্র আখ্যা দিয়েছেন।

তবে যে যাই বলুক না কেন, প্রবল বাতালে গাছটিকে এভাবে দুলতে দেখে আপনারও একটু দোল খেতে ইচ্ছে হতে পারে!

Next Article