Escalator Brushes: জুতো পালিশ করেন আপনি! কিন্তু চলন্ত সিঁড়িতে ব্রাশ থাকে অন্য এক কারণে…

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Mar 07, 2023 | 11:36 PM

Why Escalators Have Brushes: খুব ভাল করে যদি এসকালেটর খেয়াল করেন, তাহলে দেখবেন তার দু'পাশে লম্বা করে ব্রাশ দেওয়া থাকে। কিন্তু আপনার জুতো সাফাইয়ের জন্য তো আর এসকালেটরে ব্রাশ দেওয়া হয় না। তাহলে কেন হয়?

Escalator Brushes: জুতো পালিশ করেন আপনি! কিন্তু চলন্ত সিঁড়িতে ব্রাশ থাকে অন্য এক কারণে...
চলন্ত সিঁড়ির দুই প্রান্তে ব্রাশ দেওয়া হয় কেন?

Follow Us

General Knowledge: চলন্ত সিঁড়ি বা Escalator-এ আমরা আজকাল অল্প-বিস্তর সকলেই চড়ি। কখনও শপিং মল, কখনও মেট্রো স্টেশন, কখনও আবার রেলওয়ে স্টেশনেও আমাদের এসকালেটরে উঠতেই হয়। খুব ভাল করে যদি এসকালেটর খেয়াল করেন, তাহলে দেখবেন তার দু’পাশে লম্বা করে ব্রাশ দেওয়া থাকে। আপনি হয়তো কখনও সেই ব্রাশে আপনার জুতোটা পরিষ্কার করে নিয়েছেন। কিন্তু আপনার জুতো সাফাইয়ের জন্য তো আর এসকালেটরে ব্রাশ দেওয়া হয় না। তাহলে কেন হয়? আজকাল প্রায় সব Escalator-এই থাকে এই ধরনের ব্রাশ, যা তৈরি হয় মূলত নাইলন ব্রিসল দিয়ে। চলন্ত সিঁড়ি এবং তার রেলিংয়ের মাঝে যাতে জামাকাপড়, জুতো, জুতোর ফিতের মতো একাধিক জিনিস আটকে না যায়, সেই জন্যই দেওয়া হয় সেফটি ব্রাশ (Safety Brush)।

চলন্ত সিঁড়িতে কেন ব্রাশ থাকে?

এসকালেটরে মানুষ স্থির থাকেন। কিন্তু সিঁড়িটা চলতে থাকে। তাই স্থির থাকা মানুষের পোশাক, জুতো বা অন্য কোনও জিনিস যাতে পাশে আটকে না যায়, তার জন্যই ব্রাশ দেওয়া হয়। এই ধরনের সেফটি ব্রাশ আলগা ফ্যাবরিক বা অন্যান্য উপাদানগুলিকে দূর করতে সাহায্য করে, যেগুলি ফাঁকে আটকে গিয়ে বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা থাকতে পারে।

চলন্ত সিঁড়ি পরিষ্কারও রাখে

শুধু একটা কারণ নয়। এই সেফটি ব্রাশগুলি চলন্ত সিঁড়ির দুই প্রান্তে জমে থাকা ময়লা পরিষ্কার করে। নিরাপত্তার দিক থেকেও এই বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ, ধুলোবালি জমাট বাঁধতে থাকলে এসকালেটরের পার্শ্বভাগগুলি পিচ্ছিল হতে পারে এবং মানুষজনের পড়ে যাওয়ারও ঝুঁকি তৈরি হয়। চলন্ত সিঁড়ির প্রান্তে এই ধরনের ব্রাশ রাখার মূল কারণ গ্রাহক সুরক্ষা, তা পোশাক আটকে যাওয়া থেকে রক্ষা করাই হোক আর ময়লা সাফ করাই হোক।

মনস্তাত্ত্বিক দিকের কথা বলছেন বিশেষজ্ঞরা

চলন্ত সিঁড়ির দুই প্রান্তে ব্রাশ থাকার কারণ নিয়ে বিশেষজ্ঞদের দাবি, এর পিছনে একটা মনস্তাত্ত্বিক দিকও রয়েছে। তাঁরা মনে করেন, একটা চলন্ত বস্তুর উপরে মানুষ স্থির অবস্থায় থাকলে তাঁর নিজেকে অস্বাভাবিক মনে হতেই পারে। সেই অস্বাভাবিক বোধ থেকেই তাঁরা এদিক ওদিক নড়াচড়াও করতে পারেন। বিশেষ করে প্রথমবার যাঁরা চলন্ত সিঁড়িতে ওঠেন, তাঁদের ক্ষেত্রে তো এমনটা হয়ই। সেই নড়াচড়া করার সময়ই যাতে তাঁদের পোশাক বা অন্যান্য জিনিসপত্র চলন্ত সিঁড়ির সঙ্গে আটকে না যায়, সেই জন্যই এই বিশেষ ব্যবস্থাপনা বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

এই বিষয়ে ‘Untold Facts’ নামক একটি টিকটক পেজে ব্যাখ্যা করে বলা হচ্ছে, “চলন্ত সিঁড়িতে এর আগে দুর্ঘটনার মূল কারণই ছিল মানুষজনের ব্যাগ বা জামাকাপড় সেখানে আটকে যায়, যখন তাঁরা এর খুব কাছে চলে আসেন।” ওই টিকটক পেজে চলন্ত সিঁড়ির এহেন সেফটি ব্রাশের ভিডিয়োতে অনেকে আবার কমেন্টও করেছেন। একজন লিখেছেন, “খুব সম্প্রতি এক মহিলার স্কার্ট ওখানে আটকে গিয়েছিল। আমার স্বামী তাঁকে সাহায্য করেছেন।”

চলন্ত সিঁড়ির ব্রাশগুলি স্কার্ট ডিফ্লেক্টর

নিরাপত্তাজনিত কারণে চলন্ত সিঁড়ির প্রান্তের ব্রাশগুলিকে স্কার্ট ডিফ্লেক্টরও বলা হয়। একটি সিঁড়ি ও তার প্রান্তের মাঝের জায়গাটিকে বলা হয় ‘স্কার্ট’। সেখানে একটি হলুদ রঙের বর্ডারও করা থাকে, যা আসলে একটি ওয়ার্নিং।

Next Article