Viral Video: জঙ্গলে একাই নাচছে ছোট্ট ভাল্লুক, উইকেন্ড জমিয়ে দিতে পারে এই ভাইরাল ভিডিয়ো
Baby Bear Dancing: জঙ্গলে একাই মজার সঙ্গে নাচতে দেখা গেল এই ভাল্লুকের বাচ্চাকে। আর সেই ভিডিয়ো যেন সত্যিই দুষ্প্রাপ্য। নেটিজেনরা দাবি করেছেন, "এই ভিডিয়ো আগে কখনও দেখিনি।"
রবিবার এসে গেল – আর একটা ছুটির দিন। তার উপরে আবার চলতি সপ্তাহের রবিবারটা একটু বেশিই স্পেশ্যাল। কেন বলুন তো? একটাই কারণ, জামাইষষ্ঠী। আর এই রবিবার দুপুরে আপনি জমিয়ে খাওয়াদাওয়া করে নিশ্চয়ই ফোনে মজাদার কিছু ভিডিয়ো দেখে কর্মব্যস্ত সপ্তাহের ঘোরটা কাটাবেন। তাহলে এই ভিডিয়োটা আপনাকে দেখতেই হবে। খুব ভাইরাল (Viral Video) হয়েছে। জঙ্গলে দেখা যাচ্ছে একটি বাচ্চা ভাল্লুক (Bear) মনের আনন্দে নাচছে (Dancing)। কিউট না বলা ছাড়া আপনার আর কোনও উপায় থাকবে না।
Dance like nobody’s watching…???? pic.twitter.com/GoEr16oog2
— ?o̴g̴ (@Yoda4ever) June 2, 2022
খুব সম্প্রতিই এই ভিডিয়োটি ভাইরাল হয়েছে। ইয়োগ নামের এক ইউজার এই ভিডিয়োটি শেয়ার করেছেন। ছোট্ট ক্লিপটিতে দেখা যাচ্ছে, কিউট বাচ্চা বিয়ারটি এত আনন্দে এত সুন্দর নাচছে যে তার কোনও মিউজ়িকের দরকার পড়ছে না। জঙ্গলে সে বোধহয় খুবই আনন্দের কিছু চাক্ষুষ করেছে বা হয়তো কোনও এক অজ্ঞাত কারণে তার আনন্দের মাত্রাটা বেড়ে দ্বিগুণ হয়ে গিয়েছে।
অনলাইনে ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। প্রায় ২.২ মিলিয়নের কাছাকাছি ভিউ হয়ে গিয়েছে এই বেবি বিয়ার। ভিডিয়োটা দেখা মাত্রই নেটপাড়ার লোকজন বলছেন, ‘কিউটনেস ওভারলোডেড।’ আর ট্যুইটারের কমেন্ট সেকশন নানাবিধ মন্তব্যে একপ্রকার উপচে পড়েছে।
ভিডিয়োটা দেখে একজন ইউজার বললেন, “আমি আশা করি এই পৃথিবী ছোট্ট এই ভাল্লুকটার জন্য সদা হাসিখুশি থাকবে।” আর একজন ইউজারের বক্তব্য, “এই কিউট ভিডিয়ো আমি এর আগে দেখিনি।”